কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : আমিনুল হক

রাজধানীতে ৩১ দফা কর্মশালায় বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীতে ৩১ দফা কর্মশালায় বক্তব্য দেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে একটি পতিত স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (৩ মার্চ) বিকেলে রাজধানীর বনানী ডিআইটি মাঠে থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনের জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের মতামত নিয়ে তাদের ভাষা বুঝে কাজ করতে হবে। কারণ, আগামী জাতীয় নির্বাচনে অত্যন্ত কঠিন পরীক্ষা হবে।

তিনি বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল, জনবান্ধব দল। আমাদের দলের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত সাহসী, সুশৃঙ্খল, দায়বদ্ধ ও কর্তব্যবদ্ধ হয়ে কাজ করে থাকেন। তবে দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারও নামে চাঁদাবাজি, দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আগামীতেও নেওয়া হবে।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা তার বক্তব্যে দলের নেতাকর্মীদের কোনো ভাইয়ের লোক না হয়ে দলের লোক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, যারা এসব ভাইয়ের রাজনীতি করেন, তারা এক সময় থাকবে না। কিন্তু দল আজীবন থাকবে। দল করতে গিয়ে কোনো অন্যায় করা চলবে না। কারণ, দলে কোনো অপরাধের আশ্রয়-প্রশ্রয় নেই।

আমিনুল হক বলেন, বিএনপি বিশ্বাস করে- তারা দেশের জনগণকে সঙ্গে নিয়ে গত ১৭ বছরের রেখে যাওয়া স্বৈরাচারের ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে নতুনভাবে ঢেলে সাজাতে পারবে।

বনানী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিব উল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন- মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আক্তার হোসেন, আতাউর রহমান, এম কফিল উদ্দিন আহমেদ, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দীন, শাহআলম, মাহাবুব আলম মন্টু, যুবদল মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ আহমেদ, কৃষক দল মহানগর উত্তরের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু প্রমুখ।

এর আগে সকালে পল্লবী ও রুপনগর থানা বিএনপির আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ এবং তুরাগ থানার ৫৪নং ওয়ার্ড ছাত্রদলের কর্মিসভায় বক্তব্য দেন আমিনুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু পুষ্টিতে শাকসবজির গুরুত্ব নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

৮ দিন পর গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

ফ্যাসিস্ট পালালেও ফ্যাসিবাদের কালো ছায়া দেশ থেকে যায়নি : জামায়াত আমির

দীর্ঘদিনের কাশি? কখন ফুসফুস পরীক্ষা করাবেন জানুন

শ্রমিকদের চা খেতে দেওয়া তরুণীকে ধর্ষণের পর হত্যা

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ‘জাতীয় সমাবেশ’, যা বললেন বক্তারা

ভালোবাসার এক বছর 

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন, পুড়ে গেছে ৩০ দোকান

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত

শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারবেন কিনা জানালেন জয়শঙ্কর

১০

কিন্ডারগার্টেনের জন্য সরকারি নীতিমালার আশ্বাস আমিনুল হকের

১১

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন পররাষ্ট্র উপদেষ্টা

১২

সিএমপি বন্দর থানার নতুন ওসি আব্দুর রহিম, বাকিরা যেখানে

১৩

তর্কে জড়ানো সেই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ

১৪

বিশ্বকাপজয়ী বিধ্বংসী ব্যাটারকে দলে ভেড়াল রংপুর

১৫

শাহ আমানত বিমানবন্দরে ৯০ লাখ টাকার সিগারেট জব্দ

১৬

বাতের ব্যথার ধরন, উপসর্গ ও যত্ন জানালেন বিশেষজ্ঞ

১৭

ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিসর ও কাতারসহ ৮ মুসলিম দেশের

১৮

আপনার জিমেইল হ্যাকড হয়েছে কিনা যাচাই করুন এখনই

১৯

কর্মসূচি স্থগিত, বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

২০
X