কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশ গড়তে গিয়ে যাতে নতুন ভুল না হয় : ড. মঈন খান

বক্তব্য রাখছেন ড. মঈন খান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন ড. মঈন খান। ছবি : কালবেলা

রমজানের শিক্ষা ধৈর্য এবং সংযম থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, জনগণের কথা বিবেচনায় রেখে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তবে আমাদের সতর্ক থাকতে হবে, নতুন বাংলাদেশ গড়তে গিয়ে যাতে আরেকটি নতুন ভুল না করি। সেটি হলে যারা ভুল করবে শুধু তারা নয়, দেশের ১৭ কোটি মানুষ বিপদে পড়বে। তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে সম্পৃক্ত ছাত্র-জনতা দেশকে এগিয়ে নিতে চায়; আমরাও তাদের স্বাগত জানাই। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও জাহিদ রনির পরিচালনায় ইফতার মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, তথ্য ও গবেষণা সম্পাদক জেড রিয়াজ উদ্দিন নসু, বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, আমরা বিএনপি পরিবার’ উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, প্রকৌশলী মো. মোস্তফা-ই জামান সেলিম, মো. আবুল কাশেম, সদস্য সচিব মোকছুদুল মোমিন প্রমুখ।

ড. আব্দুল মঈন খান বলেন, একটি আদর্শকে সামনে রেখে মহৎ উদ্দেশ্য নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ গঠন করা হয়েছে। যারা দেশের মানুষকে ভালোবাসেন। দেশকে ভালোবাসেন। আমরা সবাই একত্রিত হবো একটি পরিবারের মতো। এক্ষেত্রে যেসব মানুষ অন্যায় অত্যাচারের কারণে বিপদে রয়েছে তাদেরও খোঁজ নেবো। সেজন্যই আমরা বিএনপি পরিবার গঠন করা হয়েছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের ইতিহাসের এমন পর্যায়ে উপনীত হয়েছিলাম। একটি দল যারা মুখে গণতন্ত্রের কথা বলে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। তারা দেশকে ছিন্নভিন্ন করে দিয়েছিল। তাদের বিদায় আজকে হয়েছে। কিন্তু সেসময় যেসব নেতাকর্মী নির্যাতন-অত্যাচারের মুখে পড়েছিল তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল আমরা বিএনপি পরিবার। সুদূর ১০ হাজার কিলোমিটার দূরে থেকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই সহায়তা করছেন।

ড. মঈন খান বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিএনপি প্রচারণা করে। কিন্তু অপতথ্য প্রচারণা করে না। যেটি আওয়ামী লীগ করেছিল। আমরা সত্য কথা মিডিয়াতে তুলে ধরতে চাই। বিএনপি মিথ্যা তথ্য প্রচারণা করেনা। আমি নিজেও তথ্য মন্ত্রী থাকার সময় সেটি প্রমাণ করে দিয়েছি। আমরা যেটা বলি সেটি করি। আমরা এই বিশ্বাসে রাজনীতি করি এবং করে যাব।

তিনি বলেন, বিগত সরকারের আমলে আমরা জাতীয় প্রেস ক্লাবে নর্তন কুদ্দন দেখেছি। আওয়ামী লীগ ৪টি বাদে সকল মিডিয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু বিএনপি মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিল। আমরা ভুল করলে সমালোচনা করেন আমরা তার জবাব দেব। সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া কোনোদিন গণতন্ত্র হতে পারে না বলে মন্তব্য করেন মঈন খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই : নুরুদ্দিন অপু

চিনির বিকল্প হিসেবে মধু খাওয়া কি ভালো? যা বলছে বিজ্ঞান

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি

খালেদা জিয়া ছিলেন জনগণের নেত্রী : খন্দকার আবু আশফাক

ত্রয়োদশ সূর্য সেন স্মারক বিতর্ক উৎসবে ইউআইইউ রানার্স আপ

বহিষ্কৃত খালেদা জিয়ার সাবেক উপদেষ্টাকে দলে ফেরাল বিএনপি

আপিলে বহাল জামায়াত প্রার্থীর মনোনয়ন, মিষ্টি বিতরণ

ডাবলু হত্যা আইনের প্রতি চরম অবমাননা : মির্জা ফখরুল

সুযোগ পেলেই আয়নায় চোখ রাখছেন? যে রোগের শিকার হতে পারেন

নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান

১০

গুলি করে ভাইরাল সেই সোহাগ গ্রেপ্তার

১১

জাপানে কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের কমিটি গঠন

১২

বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

১৩

সংকটের মাঝেই বড় ধাক্কা, প্রধান কোচকে হারাল ঢাকা ক্যাপিটালস

১৪

ইরান ইস্যুতে মালালার স্ট্যাটাস, কার পক্ষ নিলেন

১৫

নোবেল বিজয়ীর দাবি / ইরানে লিথ্যাল উইপনের গুলিতে ১২ হাজার বিক্ষোভকারী নিহত

১৬

চট্টগ্রাম বন্দরে ৯ ‘জুলাই যোদ্ধার’ নিয়োগ নিয়ে সমালোচনা

১৭

ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের আড়ালে গণহত্যা চলছে : নোবেল বিজয়ীর অভিযোগ

১৮

একাত্তরের পরম বন্ধুদের কথা : ভালোবাসায় বাড়ানো হাত

১৯

অবশেষে মুখ খুললেন তাহসান

২০
X