কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপিকে গ্রামে-গঞ্জে গিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান ফারুকের

তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মাঠে, গ্রামে-গঞ্জে গিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। গণতন্ত্র হরণকারী হিসেবে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে ফারুক বলেন, নতুন দল নিয়ে মাঠে যান, গ্রামে-গঞ্জে যান, পৌরসভায় যান, উপজেলায় যান, জেলা সদরে যান, বিভাগে যান- নিজের জনপ্রিয়তা যাচাই করুন। ভাইয়ে ভাইয়ে আর রক্তক্ষরণ করতে চাই না। গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি, স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি। মত ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক। আমাদের মধ্যে আর মতবিরোধ নয়, আমরা যেন সংসদ নির্বাচনে আর মতানৈক্য না করি। সকল সমস্যার সমাধান ওই জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে হবে। এমন স্পিকার হবে যেটা আব্দুল হামিদ নয়, এমন স্পিকার হবে যেটা হুমায়ুন রশিদের মতো নয়। এমন স্পিকার হবে না যেটা পাবনার টুকুর মতন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শেখ মুজিব এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মতো নেতা। আর শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল। তাই তিস্তার পানি আনতে পারেনি। আজকে পদ্মা শুকিয়ে যাচ্ছে, তিস্তা শুকিয়ে যাচ্ছে। জাগো বাহে তিস্তার জনগণ জাগো, এই স্লোগান তারেক জিয়াকে দিতে হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে সৎ ব্যক্তি দাবি করে সাবেক বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, আপনি কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না? কারা আপনাকে আটকাচ্ছে? এদের গ্রেফতার করার জন্য তাদের নাম প্রকাশ করুন। আমরা আন্দোলনের ভয় পাই না। আমরা আয়না ঘরকে ভয় পাইনি। উপদেষ্টা মহোদয় আপনার কোনো ভয় নেই। এদেরকে যদি গ্রেপ্তার করতে পারেন, এদের রহস্য যদি উদ্ধার করতে পারেন, এদের মুখ থেকে তথ্যগুলো বের করুন। কার নির্দেশে কিংবা কার অনুরোধে আমাদের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে মাসের পর মাস কারাগারে রেখেছেন, আমরা এই দাবি তুলতেই পারি।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আপনি বিনা ভোটে প্রধানমন্ত্রী বানিয়ে দেন-এমন দাবি আমরা আপনার কাছে করতে চাই না। আমাকে চিনি সিন্ডিকেট, ছোলা, বুট সিন্ডিকেটের প্রধান করে দেন- এমন দাবিও করছি না। আমি আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা গরিব-দুঃখী মানুষের ২৮ হাজার কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে, সেই পরিবারের কয়জনকে গ্রেফতারের আওতায় আনতে পেরেছেন? একজনও না।

সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটন বলেন, দেশবিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। নির্বাচন বিলম্বেরও ষড়যন্ত্র হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে বলব, সংস্কারের কথা বলে নির্বাচনকে অহেতুক বিলম্বিত করবেন না। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। গত ১৭ বছর ভোটাধিকার বঞ্চিত মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে।

কৃষক দলের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা আনম খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম), এম জাহাঙ্গীর আলম, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ অবৈধ : ডিসি কামরুল হাসান

সি-স্যুট সম্মাননা পেলেন নেসলে বাংলাদেশের পরিচালক এএসএম হাফিজুল

চিরনিদ্রায় ধর্মেন্দ্র

বাড়ি থেকে ধরে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ

ঘুষের অভিযোগ / দুদকের শুনানিতে বিআরটিএ পরিদর্শক বরখাস্ত

চট্টগ্রামে কম্বলের গুদামে ভয়াবহ আগুন

সুন্দরবনে ৪ জেলে অপহৃত, মুক্তিপণ দিয়ে ফিরলেন একজন

নির্বাচন আয়োজনে কমনওয়েলথের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি সাদা দলের শিক্ষকদের

১০

বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার কমনওয়েলথ মহাসচিবের

১১

যে তারিখে জন্ম সে তারিখে বিয়ে করলে কি ক্ষতি হয়? যা বলছেন বিশেষজ্ঞ

১২

স্টেডিয়ামে ধ্বংস করা হলো উদ্ধারকৃত ১৬ ককটেল

১৩

যাবজ্জীবনে দণ্ডিত গ্রেপ্তার আলম মলমপার্টির ‘সক্রিয়’ সদস্য

১৪

এবার ব্রুনাইয়ের জালে বাংলাদেশের গোলবন্যা

১৫

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

১৬

মুখ খুললেন তানজিন  তিশা

১৭

ভূমিকম্প নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

১৮

বাংলাদেশ শ্রমবাজার জরিপ-২০২৫–এ ‘দক্ষতা ও চাহিদা’ অংশ সম্পন্ন করলো বিএমই

১৯

ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্টাক্টের চুক্তিতে শুরু হচ্ছে ইএসজি সার্টিফিকেট কোর্স

২০
X