কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপিকে গ্রামে-গঞ্জে গিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান ফারুকের

তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মাঠে, গ্রামে-গঞ্জে গিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। গণতন্ত্র হরণকারী হিসেবে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে ফারুক বলেন, নতুন দল নিয়ে মাঠে যান, গ্রামে-গঞ্জে যান, পৌরসভায় যান, উপজেলায় যান, জেলা সদরে যান, বিভাগে যান- নিজের জনপ্রিয়তা যাচাই করুন। ভাইয়ে ভাইয়ে আর রক্তক্ষরণ করতে চাই না। গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি, স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি। মত ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক। আমাদের মধ্যে আর মতবিরোধ নয়, আমরা যেন সংসদ নির্বাচনে আর মতানৈক্য না করি। সকল সমস্যার সমাধান ওই জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে হবে। এমন স্পিকার হবে যেটা আব্দুল হামিদ নয়, এমন স্পিকার হবে যেটা হুমায়ুন রশিদের মতো নয়। এমন স্পিকার হবে না যেটা পাবনার টুকুর মতন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শেখ মুজিব এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মতো নেতা। আর শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল। তাই তিস্তার পানি আনতে পারেনি। আজকে পদ্মা শুকিয়ে যাচ্ছে, তিস্তা শুকিয়ে যাচ্ছে। জাগো বাহে তিস্তার জনগণ জাগো, এই স্লোগান তারেক জিয়াকে দিতে হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে সৎ ব্যক্তি দাবি করে সাবেক বিরোধীদলীয় এই চিফ হুইপ বলেন, আপনি কেন এই সততার প্রমাণ দিতে পারছেন না? কারা আপনাকে আটকাচ্ছে? এদের গ্রেফতার করার জন্য তাদের নাম প্রকাশ করুন। আমরা আন্দোলনের ভয় পাই না। আমরা আয়না ঘরকে ভয় পাইনি। উপদেষ্টা মহোদয় আপনার কোনো ভয় নেই। এদেরকে যদি গ্রেপ্তার করতে পারেন, এদের রহস্য যদি উদ্ধার করতে পারেন, এদের মুখ থেকে তথ্যগুলো বের করুন। কার নির্দেশে কিংবা কার অনুরোধে আমাদের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে মাসের পর মাস কারাগারে রেখেছেন, আমরা এই দাবি তুলতেই পারি।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আপনি বিনা ভোটে প্রধানমন্ত্রী বানিয়ে দেন-এমন দাবি আমরা আপনার কাছে করতে চাই না। আমাকে চিনি সিন্ডিকেট, ছোলা, বুট সিন্ডিকেটের প্রধান করে দেন- এমন দাবিও করছি না। আমি আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা গরিব-দুঃখী মানুষের ২৮ হাজার কোটি টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে, সেই পরিবারের কয়জনকে গ্রেফতারের আওতায় আনতে পেরেছেন? একজনও না।

সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটন বলেন, দেশবিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। নির্বাচন বিলম্বেরও ষড়যন্ত্র হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে বলব, সংস্কারের কথা বলে নির্বাচনকে অহেতুক বিলম্বিত করবেন না। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। গত ১৭ বছর ভোটাধিকার বঞ্চিত মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে।

কৃষক দলের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা আনম খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম), এম জাহাঙ্গীর আলম, মৎস্যজীবী দলের ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তীব্র গ্যাস সংকটের কারণ জানাল তিতাস

দেড় কোটি টাকার সেতু যখন ভোগান্তির কারণ 

কুমিল্লায় বাসে আগুন, নিহত ৪

যশোরে এক দিনে ১০ জনের মৃত্যু

ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী বরখাস্ত

জবি ভর্তি পরীক্ষার সার্বিক সহযোগিতায় ছাত্রদলের হেল্প ডেস্ক

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে বিতর্কে বিসিবি পরিচালক

শৈত্যপ্রবাহ আর কয়দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

হকি-কাবাডি-অ্যাথলেটিকসে সোনার পর এবার ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে জয়িতা

‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’

১০

সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা

১১

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ-রুপা, বাজারদর জেনে নিন

১২

নিখোঁজ দুই জেলের মৃতদেহ উদ্ধার

১৩

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

১৪

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আগে ভাবতে বললেন তামিম

১৫

সুপার কাপের মাদ্রিদ ডার্বি জিতে ফাইনালে রিয়াল

১৬

২ আসনে নির্বাচন স্থগিত যে কারণে

১৭

ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় সেনা পাঠাচ্ছে প্রতিবেশী দেশ

১৮

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট না : মির্জা ফখরুল

১৯

জামায়াত প্রার্থীকে শোকজ

২০
X