বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) অ্যাসোসিয়েশনের সভাপতি গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিলেটের কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের সঞ্চালনায় এই ইফতার মাহফিল হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহীদ খান।
সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট কবি ও সাহিত্যিক ফণীন্দ্র সরকার। সভায় বক্তব্য দেন ভোলার তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মো. ফজলুল হক দেওয়ান, লালমোহনের অধ্যাপক মো. আখতারুজ্জামান টিটব, মাগুরা সদর উপজেলার রানা আমির ওসমান, নীলফামারী ডুমার ফারজানা আক্তার সুমি, খুলনার রূপসা উপজেলার এস এম হাবিবুর রহমান, খুলনার বটিয়াঘাটার মোতাহার হোসেন শিমু, তেরখাদার আবুল হাসান শেখ, ঝিনাইদহের হরিণাকুণ্ডুর সাইফুল ইসলাম টিপু, টাঙ্গাইলের ধনবাড়ীর আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, জামালপুরের মাদারগঞ্জের রায়হান রহমতউল্লাহ, নাটোরের বাগাতিপাড়ার এস এম জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা সদরের মো. মশিউর রহমান ও পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান।
উপস্থিত ছিলেন বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি মোছা. মেরী বেগম, সাধারণ সম্পাদক মো. হানিফ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. কোহিনুর আলম খান সোহাগ, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের অফিস সহকারী মাহফুজ খান প্রমুখ।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসেন।
মন্তব্য করুন