কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

সরোজা ম্যাগাজিনে প্রকাশিত প্রবন্ধের প্রতিবাদ এবি পার্টির

এবি পার্টির লোগো। ছবি : সংগৃহীত
এবি পার্টির লোগো। ছবি : সংগৃহীত

ভারত থেকে প্রকাশিত ‘সরোজা’ অনলাই ম্যাগাজিনে প্রকাশিত প্রবন্ধের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। বৃহস্পতিবার দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ ধরনের মিথ‍্যা প্রোপাগাণ্ডা ও উস্কানিমূলক প্রবন্ধ নিষিদ্ধ করারও দাবি জানান।

তারা বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বিশ্বে বিরল। কিন্তু গত মঙ্গলবার সন্ধ্যায় সরোজা ম্যাগাজিনে জয়দীপ মজুমদার কতৃক "কার্ভিং অ্যা হোমল্যান্ড ফর হিন্দুস অব বাংলাদেশ অ্যান্ড আনলকিং দ্যা ল্যান্ডলকড নর্থইস্ট’ নামে যে প্রবন্ধ প্রকাশিত ও প্রচারিত হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কেননা, জয়দীপ মজুমদারের প্রবন্ধে প্রধানত: পরিকল্পিতভাবে দুটি বিষয় নিয়ে লিখা হয়েছে, এক. ভারতের উত্তর পূর্বের ৭টি রাজ্য তথা সেভেন সিস্টারের ভৌগোলিক অসুবিধাসমূহ। দুই. বাংলাদেশে হিন্দুরা অমানবিক অন্যায়, নির্যাতন ও বৈষম্যের স্বীকার হচ্ছে মর্মে নানা কল্পিত বানোয়াট তথ‍্য।

এবি পার্টি মনে করে, এই লেখায় বাংলাদেশের ভৌগোলিক অখন্ডতা খর্ব ও সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর উস্কানিমূলক প্রস্তাবনা দেওয়া হয়েছে। এরকম অসত্য ও উস্কানিমূলক লিখার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন; ভারতসহ বিশ্বাবাসীকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে জানাতে চাই যে, ভারত বাংলাদেশের প্রতিবেশী হিসাবে আমরা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরস্পর সমমর্যাদার নীতি মেনে বসবাস করতে চাই।

বিবৃতিতে বলা হয়, এ প্রবন্ধ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে মিথ্যা বানোয়াট তথ‍্য দিয়ে ধর্মীয় সহিংসতার উস্কানি সৃষ্টির অপচেষ্টা ছাড়া কিছুই নয়, এ লেখার মধ‍্য দিয়ে গণমাধ‍্যম নীতিমালাও চরমভাবে লংঘন করা হয়েছে। এধরনের শিষ্টাচার বহির্ভূত লেখা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করারও একটা পরিকল্পিত ষড়যন্ত্র।

সেখানে আরও বলা হয়, এবি পার্টি মনে করে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা পৃথিবীতে বিরল। যখনই দেশের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্রকারী মহল সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করেছে তখনই বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলসমূহ, সামাজিক সংগঠন তথা সকল জনগণ ঐক‍্যবদ্ধভাবে তা নস‍্যাৎ করে দিয়েছে। বাংলাদেশের কোনো সম্প্রদায়ের লোকেরাই বিচ্ছিন্ন রাষ্ট্রের কথা কল্পনা করেনা, এটা লেখকের আড়ালে জয়দীপ মজুমদারদের মত সাম্প্রদায়িক নেতাদের ভোট বাগানোর হীন রাজনৈতিক কৌশল ছাড়া কিছু নয়।

ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার খ‍্যাত ৭ রাজ্যের জনগণের প্রতি সংহতি জানিয়ে এবি পার্টি নেতৃবৃন্দ বলেন, প্রতিবেশীদের ভৌগোলিক অসুবিধাসমূহ দূর করতে তাদের প্রতি সহযোগিতামূলক মনোভাব প্রদর্শনে বাংলাদেশের জনগণ সবসময়ই আগ্রহী। তারা ভারতের মানবতাবাদী, বিবেকবান জনগণকে জয়দীপ মজুমদারের হীন উদ্দেশ্য প্রণোদিত লিখা বর্জন ও উস্কানিমূলক তৎপরতার বিরুদ্ধে ন‍্যয়সঙ্গত প্রতিবাদ জানানোর আহ্বান জানান। পাশাপাশি নেতৃবৃন্দ ভারত সরকারকে এ ধরনের জিঘাংসামূলক লেখা প্রকাশ ও প্রচার নিষিদ্ধেরও দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ

রাজধানীতে ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

চট্টগ্রামের বাঁশখালীতে ছোট কাজে বড় অনিয়ম

লালদিয়া-পানগাঁও টার্মিনাল / ১০ বছরের করমুক্ত সুবিধা পাবে দুই বিদেশি কোম্পানি

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

১০

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

১১

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

১২

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

১৩

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১৪

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১৫

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১৬

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৭

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৮

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৯

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

২০
X