কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি উপেক্ষা করে গণমিছিলে বিএনপি নেতাকর্মীরা

বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

বৃষ্টি উপেক্ষা করে সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কালো পতাকা গণমিছিলে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে মিছিল শুরু হতে বিলম্ব হচ্ছে।

বিএনপির এ গণমিছিল নারিন্দায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

মঞ্চে ব্যানারে লেখা হয়েছে, ‘অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন ইসি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের একদফা দাবিতে’ কালো পতাকা গণমিছিল।

এদিন দুপুর সোয়া ২টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে বিএনপি নেতাকর্মীরা কর্মসূচির স্থলে অবস্থান করছেন। পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তখন মঞ্চে অবস্থান করে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

এর আগে কর্মসূচিতে অংশ নিতে বেলা ১টা থেকে কালো পতাকা হাতে নিয়ে নয়াপল্টনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এদিকে রাজধানীর শ্যামলীতে পতাকা নিয়ে গণমিছিলে অংশ নিতে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শ্যামলীর রিং রোড থেকে গণমিছিল শুরু হয়ে শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হওয়ার কথা।

অন্যান্য দলের কর্মসূচি

শুক্রবার বিকেল ৪টায় গণতন্ত্র মঞ্চ শাহবাগ মোড়ে, বিকেল ৩টায় ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে, একই সময়ে জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে, বিকেল ৪টায় গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে আরামবাগে, বিকেল ৩টায় এলডিপি পূর্বপান্থপথ দলীয় কার্যালয়ের সামনে, সকাল সাড়ে ১০টায় লেবার পার্টি জাতীয় প্রেস ক্লাবের সামনে, বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে, একই সময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে, বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ (নুর) পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে, বিকেল ৫টায় এনডিএম মালিবাগ মোড়ে দলীয় কার্যালয়ের সামনে, সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিচা হাইস্কুলের সামনে, বেলা ১১টা এবি পার্টি বিজয়নগর শ্রমভবনের সামনে, বিকেল ৩টায় এনডিপি পুরানা পল্টনস্থ আলরাজি কমপ্লেক্সের সামনে, বিকেল সাড়ে ৩টায় জনতার অধিকার পার্টি বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এবং সকাল ১০টায় সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘কালো পতাকা গণমিছিল’ বের করবে।

গত ১২ জুলাই একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এই পর্যন্ত ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি, ঢাকায় গণমিছিল, মহানগরে গণমিছিলের কর্মসূচি করে। সর্বশেষ গত ১৮ আগস্ট ঢাকাসহ সারা দেশের মহানগরে গণমিছিল করে বিএনপিসহ সমমনা জোটগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল, যা বললেন বিএনপির প্রার্থী রফিকুল

গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সেলিমুজ্জামান

সাংবাদিক জাহিদ রিপন মারা গেছেন

জাতীয় ছাত্র-শক্তি নেতার পদত্যাগ

শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় যুবকদের নেশা মুক্ত করতে হবে : শেখ আব্দুল্লাহ 

এক সঙ্গে ধরা পড়ল ৬৭৭টি লাল কোরাল

ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি : কবীর ভূঁইয়া

বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বললেন রুমিন ফারহানা

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

১০

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

১১

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

১২

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

১৩

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

১৪

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

১৫

বাস উল্টে নিহত ২

১৬

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

১৭

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

১৮

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

১৯

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

২০
X