কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি উপেক্ষা করে গণমিছিলে বিএনপি নেতাকর্মীরা

বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

বৃষ্টি উপেক্ষা করে সরকারের পদত্যাগের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কালো পতাকা গণমিছিলে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে মিছিল শুরু হতে বিলম্ব হচ্ছে।

বিএনপির এ গণমিছিল নারিন্দায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের জন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

মঞ্চে ব্যানারে লেখা হয়েছে, ‘অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন ইসি গঠন করে নির্বাচন অনুষ্ঠানের একদফা দাবিতে’ কালো পতাকা গণমিছিল।

এদিন দুপুর সোয়া ২টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে বিএনপি নেতাকর্মীরা কর্মসূচির স্থলে অবস্থান করছেন। পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তখন মঞ্চে অবস্থান করে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছিলেন মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

এর আগে কর্মসূচিতে অংশ নিতে বেলা ১টা থেকে কালো পতাকা হাতে নিয়ে নয়াপল্টনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশের সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এদিকে রাজধানীর শ্যামলীতে পতাকা নিয়ে গণমিছিলে অংশ নিতে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শ্যামলীর রিং রোড থেকে গণমিছিল শুরু হয়ে শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হওয়ার কথা।

অন্যান্য দলের কর্মসূচি

শুক্রবার বিকেল ৪টায় গণতন্ত্র মঞ্চ শাহবাগ মোড়ে, বিকেল ৩টায় ১২ দলীয় জোট বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে, একই সময়ে জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন মোড় সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে, বিকেল ৪টায় গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি (বিপিপি) যৌথভাবে আরামবাগে, বিকেল ৩টায় এলডিপি পূর্বপান্থপথ দলীয় কার্যালয়ের সামনে, সকাল সাড়ে ১০টায় লেবার পার্টি জাতীয় প্রেস ক্লাবের সামনে, বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে, একই সময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে, বিকেল ৪টায় গণঅধিকার পরিষদ (নুর) পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে, বিকেল ৫টায় এনডিএম মালিবাগ মোড়ে দলীয় কার্যালয়ের সামনে, সকাল ১০টায় গণতান্ত্রিক বাম ঐক্য সেগুনবাগিচা হাইস্কুলের সামনে, বেলা ১১টা এবি পার্টি বিজয়নগর শ্রমভবনের সামনে, বিকেল ৩টায় এনডিপি পুরানা পল্টনস্থ আলরাজি কমপ্লেক্সের সামনে, বিকেল সাড়ে ৩টায় জনতার অধিকার পার্টি বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এবং সকাল ১০টায় সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘কালো পতাকা গণমিছিল’ বের করবে।

গত ১২ জুলাই একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণার পর এই পর্যন্ত ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি, ঢাকায় গণমিছিল, মহানগরে গণমিছিলের কর্মসূচি করে। সর্বশেষ গত ১৮ আগস্ট ঢাকাসহ সারা দেশের মহানগরে গণমিছিল করে বিএনপিসহ সমমনা জোটগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় বসতে চায় ইরান, বললেন ট্রাম্প

বিএনপিতে যোগ দিলেন এলডিপির কয়েকশ নেতাকর্মী

ককটেল ফাটিয়ে বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার চেষ্টা বিএসএফের

পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী 

মনোনয়নপত্র জমার সুযোগ পেয়ে যা বললেন হিরো আলম

কখন ডিম খেলে বেশি উপকার পাওয়া যায়, যা বলছেন বিশেষজ্ঞরা

অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের প্রেসিডেন্ট হলেন রুয়েট উপাচার্য

সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ : ডিআইজি রেজাউল

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু

১০

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পীসহ ছয়জন নিহত

১১

প্রার্থিতা ফিরে পেয়ে কাঁদলেন ১ স্বতন্ত্র প্রার্থী

১২

সরকারি বিভিন্ন উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ : রুমিন ফারহানা

১৩

খুলনায় সিআইডি অফিসে আগুন, পরে এসি বিস্ফোরণ

১৪

১৫ দিন পর দাদির জিম্মায় ঘরে ফিরল শিশু আয়েশা

১৫

সিভাসুর নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুল হক

১৬

সুরকন্যা আহমাদ মায়ার পিএইচডি ডিগ্রি লাভ 

১৭

এখনো ১০ টাকায় চিকিৎসা মেলে রিকশাচালক জয়নালের হাসপাতালে

১৮

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে তথ্য জানাল অধিদপ্তর

১৯

জবি স্টাফ বাসে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তার বাকবিতণ্ডা

২০
X