কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘২৩ এপ্রিলের গণমিছিল যে কোনো মূল্যে সফল করতে হবে’

ঢাকার সাভারস্থ জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা। ছবি : কালবেলা
ঢাকার সাভারস্থ জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা। ছবি : কালবেলা

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী ২৩ এপ্রিলের গণমিছিল যে কোনো মূল্যে সফল করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে সাভারস্থ জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা (উত্তর) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ বিল বাতিল এবং দেশটিতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে বুধবার (২৩ এপ্রিল) ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা (উত্তর) এর সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন কাসেমী সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, ভারতে বিজেপির নেতৃত্বে মুসলমানদের ওপর একের পর এক নিপীড়ন চলছে। হিটলারের কায়দায় সেখানে মুসলিম নিধনের ষড়যন্ত্র হচ্ছে। ওয়াকফ আইন সংশোধন করে মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের মতো পবিত্র সম্পদ হরণ করা হচ্ছে। এর প্রতিবাদ করায় মুসলমানদের বিরুদ্ধে চরম দমন-পীড়ন শুরু হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিবেশীর হক হিসেবে আমাদের দায়িত্ব ভারতের নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো। তাই ২৩ এপ্রিলের গণমিছিল যে কোনো অবস্থাতেই সফল করতে হবে। এটি আমাদের ঈমানি, নৈতিক ও জাতীয় দায়িত্ব।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী বলেন, ফিলিস্তিনের মজলুমদের পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছে- আমরাও দাঁড়িয়েছি। তবে ভারতের মুসলমানদের পক্ষে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এই কর্মসূচি দলীয় ব্যানারে হলেও এর পুরো দাবি জাতির। তাই সবাইকে রাজপথে নেমে আসতে হবে।

কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান ২৩ এপ্রিলের কর্মসূচিকে সফল করতে ঢাকা জেলা (উত্তর) অঞ্চলের নেতাকর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় জেলা সহ-সাধারণ সম্পাদক ও সাভার থানা সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মুফতি ফারুক হোসাইন, সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ বিন কাসিম, সহসভাপতি ও সাভার থানা সভাপতি হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা দেলোয়ার হোসাইন, সহসাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম শাকিল, মাওলানা মাহমুদুল হাসান আওলাদ, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান এবং জেলা যুব মজলিস সভাপতি মাওলানা আব্দুস সবুরসহ প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ইলিশের ওজন আড়াই কেজি, বিক্রি হলো কত

শিশুদের জীবন বাঁচাতে নদীতে বিনামূল্যে সাঁতার শেখান নজরুল

বার্সার কথায় কান দিতে চান না রিয়াল কোচ

স্বৈরাচারের দোসররা নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে : ফারুক

নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণ 

মঞ্চে ফিরছেন ‘বন জোভি’

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে রূপায়ণ গ্রুপ

অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা

মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশে, অতঃপর...

গুলশানে ডাক পেলেন পটুয়াখালীর ৮ নেতা

১০

জাতীয় দলের সাবেক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব!

১১

সাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আভাস

১২

রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের গন্ধ, যা বলল তিতাস

১৩

‘ফুটবলে নব্বই দশকের উন্মাদনা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি’

১৪

শ্বশুরের বঁটির কোপে প্রাণ গেল গৃহবধূর

১৫

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা 

১৬

ইউরোপে ট্রেনের ভাড়া আকাশছোঁয়া, বিমানেই খরচ কম

১৭

কচুরিপানার দখলে নদী, নৌযান চলাচল বন্ধ

১৮

রাজধানীর শাহজাহানপুরে এক হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

১৯

ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে বোকা হতে হয়: জাহ্নবী কাপুর

২০
X