কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৬:৩১ পিএম
আপডেট : ০১ মে ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মানবিক করিডোর ইস্যুতে পাশ কাটাচ্ছে সরকার : তারেক রহমান

তারেক রহমান। ছবি : সংগৃহীত
তারেক রহমান। ছবি : সংগৃহীত

মানবিক করিডোর ইস্যুতে পাশ কাটাচ্ছে সরকার : তারেক রহমান

মিয়ানমারের সঙ্গে ‘মানবিক করিডোর’ ইস্যুতে রাজনৈতিক দল ও জনগণকে অন্তর্বর্তী সরকার পাশ কাটিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ক্ষমতার লোভ যেন কাউকে স্বৈরাচারের পথে ঠেলে না নেয়, তাই দ্রুত নির্বাচনের দাবিও জানান তিনি।

বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে দেশ উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘করিডোর ইস্যুতে সিদ্ধান্ত আসতে হবে জাতীয় সংসদ থেকে।’

বৃহস্পতিবার (১ মে) নয়াপল্টনে মে দিবসের সমাবেশে এসব কথা বলেন তিনি। ‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’౼এই স্লোগানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এ সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক দল এবং জনগণকে পাশ কাটিয়ে এ সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে নেওয়া হবে না।’

তারেক রহমান বলেন, ‘শ্রমিকসহ সবাই নিজের অধিকার ফিরে পাবে, এমন সমাজ তৈরিতেই কাজ করছে বিএনপি। মানুষকে ভালো রাখতেই বিএনপির রাজনীতি। বিএনপি দেশ ও মানুষের জন্য রাজনীতি করে বলেই কখনো নেতা-কর্মীদের দেশ ছেড়ে পালাতে হয়নি। ফ্যাসিবাদের পতন হলেও মানুষের অধিকার গণতন্ত্র এখনো পুরোপুরি ফিরে আসেনি।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের অস্তিত্ব নির্ভর করছে দেশের গণতন্ত্রের ওপর, রাজনৈতিক দলগুলো পাশ কাটিয়ে কোনো চুক্তি করবেন না, যা দেশের জনগণের বিপক্ষে যায়। ফ্যাসিবাদের পতন হলেও এখনো গণতন্ত্র ফিরে পাইনি। অবিলম্বে সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।’

তিনি আরও বলেন, ‘দেশে সরকারের পরিবর্তন হলেও এখনো শ্রমিকের ভাগ্যের পরিবর্তন আমরা করতে পারেনি, শ্রমিকের ভাগ্য পরিবর্তনই এখন বিএনপির লক্ষ্য।’

নয়াপল্টনের এ শ্রমিক সমাবেশের জনস্রোত ছড়িয়ে পড়ে কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুলসহ আশপাশের বিভিন্ন এলাকায়। মে দিবসের এ কর্মসূচিতেও নেতাদের বক্তব্যে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ।

তাদের দাবি, জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে শ্রমিকসহ সবার অধিকার বুঝিয়ে দিতে। তাই সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপি নেতাদের।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, উত্তরের সদস্য সচিব কামরুল জামান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ মে থেকে আইফোনের যেসব মডেলে চলবে না হোয়াটসঅ্যাপ

নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মানবে না : টুকু

আঘাতে অসুস্থ বন্য হাতি, চিকিৎসা দিল বন বিভাগ

খাবার চুরি, বি‌য়ে না করেই ফি‌রে যা‌চ্ছিলেন বর

ঢাকাসহ যেসব এলাকায় বজ্রপাত হতে পারে শুক্রবার

নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না জনগণ : খসরু

কাশ্মীর ইস্যুতে সুর বদল যুক্তরাষ্ট্রের

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

তিস্তা চরের নারী শ্রমিকদের মেলে না ন্যায্য মজুরি!

মে দিবসে ছিন্নমূল মানুষের পাশে ঢাবি ছাত্রদল

১০

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

১১

ভুল তথ্য প্রচারে ব্যবহার হচ্ছে এআই

১২

বিপিএসএ সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান

১৩

কাশ্মীরে হামলা নিয়ে অমিত শাহর কঠোর হুঁশিয়ারি

১৪

শ্রমিক সমাবেশে শেকৃবি ছাত্রদলের অংশগ্রহণ

১৫

হাসনাত আবদুল্লাহর বাঁ হাতে পানি পানের ছবি প্রচার, যা জানা গেল

১৬

বাংলাদেশের পথে সামিত, আগেভাগেই এলো কানাডার ছাড়পত্র

১৭

মহাসমাবেশ সফলের লক্ষ্যে হেফাজত উত্তরা জোনের সমাবেশ ও গণমিছিল

১৮

রিউমর স্ক্যানারের প্রতিবেদন / সেনাপ্রধানকে নিয়ে এপ্রিলে ৬টি ভুল তথ্য প্রচার

১৯

শ্রমিক সমাবেশে নিজানের পক্ষে গণজোয়ার

২০
X