বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়ার জহুরবারু শাখার ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জালাল উদ্দীন হাছান শাহীন এবং সাধারণ সম্পাদক মো. ইমান আলী আলম।
বৃহস্পতিবার (১ মে) জাতীয়তাবাদী যুবদলের মালয়েশিয়া শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মিজান চৌধুরী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান (কুলুয়াং)। কমিটিতে সহসভাপতি ৮ জন ও যুগ্ম সাধারণ সম্পাদক ৭ জনকে নির্বাচিত করা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- মো. ইসহাক মিয়া। সহসাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ৮ জন। এছাড়াও দপ্তর সম্পাদক পদে মো. ওবায়েদ বিন আলী ও সহ-সম্পাদক পদে আরও ৭ জনকে নির্বাচিত করা হয়েছে। প্রচার সম্পাদক পদে ফারুক হোসেন (তামান্না ডায়া) ও সহপ্রচার সম্পাদক পদে ৭ জন নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন