ঢাকা থেকে নরসিংদীতে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পথিমধ্যে তিনশ ফিট এলাকায় অপেক্ষামাণ বিএনপির কিছু নেতাকর্মীকে দেখে গাড়ি থামান তিনি। এ সময় পাশেই ফুটপাতে ছিল একটি চায়ের দোকান। রিজভী সেখানে যান এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে চা পান করেন।
শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। হঠাৎ রুহুল কবির রিজভীকে এভাবে কাছে পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দারুণ খুশি ও রোমাঞ্চিত হন।
এ সময় রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির সহস্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুইঁয়া জুয়েল, সাংবাদিক নেতা রাশেদুল হক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
পরে সেখান থেকে নরসিংদীর উদ্দেশে যাত্রা করেন এবং মনোহরদীর হাতিরদিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
মন্তব্য করুন