কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে: নয়ন

বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। ছবি : কালবেলা

নতুন বাংলাদেশ পুনর্গঠন এবং সংস্কার করতে হলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

শনিবার (১৭ মে) বিকেলে খুলনার সার্কিট হাউস ময়দানে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। খুলনা ও বরিশাল বিভাগের বিপুলসংখ্যক নেতা-কর্মী সমাবেশে যোগ দেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, তরুণদের চিন্তা ক্ষমতা প্রবীণদের থেকে বেশি। তারা এখন নতুন করে চিন্তা করছে। আগামীর রাষ্ট্রক্ষমতা তরুণদের হাতে তুলে দিতে হবে। যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার বার বলছেন।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন বেগবান করা এবং তরুণ ভোটারদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের নিয়ে সমাবেশের ডাক দিয়েছেন। রাষ্ট্র মেরামত করার লক্ষ্য নিয়ে জনগণের সামনে গবেষণার ফসল ৩১ দফা কর্মসূচি পেশ করেছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ৩১ দফা কর্মসূচি নিয়ে এরই মধ্যে প্রশিক্ষণ শুরু করেছেন। ওয়ার্ড পর্যায়, ইউনিয়ন, পৌরসভা, থানা এবং জেলাপর্যায়ে ৩১ দফার কর্মসূচির প্রশিক্ষণ চলছে। কর্মীদের ঘরে ঘরে ৩১ দফার কর্মসূচির বিষয়টি জানানোর জন্য আহ্বান করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছর সংগ্রাম করে জয়ের পরিস্থিতি তৈরি করে দিয়েছিল বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ। বাংলাদেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। কারণ, আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের মানুষের ওপর নির্যাতন করেছে। গণতন্ত্র ধ্বংস, একদলীয় শাসন ব্যবস্থা ও বাকশাল প্রতিষ্ঠা করেছে।

যুবদল সাধারণ সম্পাদক বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বিএনপি বিশ্বাস করে, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। কিন্তু আওয়ামী লীগ স্বাধীনতার দাবি করলেও তারাই এ দেশে গণতন্ত্র ধ্বংস করেছে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ সঞ্চালনায় তারুণ্যের সমাবেশে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যাপক বারকাতের মুক্তি দাবি ১১৯ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-বুদ্ধিজীবীর

নির্বাচন নিয়ে এখনই পরীক্ষা-নিরীক্ষা নয় : আলাল

মার্কিন প্রতিনিধিদের ভারত সফর বাতিল

মহাখালীতে পেট্রল পাম্পে ভয়াবহ আগুন

ইরানের পাশে রাশিয়া-চীন, ইউরোপের তিন দেশের সঙ্গে উত্তেজনা চরমে

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু অক্টোবরে

ছোট্ট যে আমলে মাফ হয় ১০০ গোনাহ

আসন ভাগাভাগি নিয়ে কী বললেন নজরুল ইসলাম খান

অঙ্কনকে অধিনায়ক করে চারদিনের ম্যাচের দল ঘোষণা

ভরাডুবি হবে বলেই কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না : দুদু

১০

আয়কর রিটার্ন নিয়ে এনবিআরের নতুন নির্দেশনা জারি

১১

দুই অধিদপ্তরে নতুন ডিজিসহ প্রশাসনিক পদে রদবদল

১২

ক্রিকেট ব্যাটে ইয়াবা বহন, বিমানবন্দরে আটক দুই যুবক

১৩

আম কি ডায়াবেটিসের জন্য ভালো? গবেষণায় উঠে এলো নতুন তথ্য

১৪

জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক জাহিদ

১৫

দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে ১৫ টাকা

১৬

পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির

১৭

ফারুকীর শারীরিক অবস্থা জানিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

১৮

তারকারা অজান্তেই নিজস্ব সত্তা হারিয়ে ফেলেন : সোনাক্ষী সিনহা

১৯

মেট্রোরেল লাইন-১ / খরচ বেড়েছে ১০ হাজার কোটি টাকা, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ 

২০
X