কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৪:৪৯ এএম
অনলাইন সংস্করণ

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে ১৫ প্রকৌশলীকে চাকুরিচ্যুতির প্রতিবাদ আইইবির

আইইবির লোগো। ছবি : সংগৃহীত
আইইবির লোগো। ছবি : সংগৃহীত

‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল)’ ১৫ জন প্রকৌশলীকে চাকুরী থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)।

শনিবার (১৭ মে) আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে ১৫ জন প্রকৌশলীকে চাকুরিচ্যুত করা হয়েছে। আমরা অবিলম্বে তাদেরকে চাকুরিতে পুনর্বহালের দাবি জানাই।

এতে বলা হয়, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য ২০১৫ সালে 'নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)’ গঠিত হয়। গঠন করার পর থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য এনপিসিবিএল কর্তৃক জনবল নিয়োগ এবং দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা হয়।

বিবৃতিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে একটি সাম্য ও ন্যায্যতাভিত্তিক, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক, শোষণহীন, জবাবদিহিতামূলক এবং জ্ঞানভিত্তিক পরিকল্পিত টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ আরও জোরালো হয়। একইসাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ও এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান-এর দুর্নীতির বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন। তৎপ্রেক্ষিতে ড. মো. জাহেদুল হাছান ক্ষিপ্ত হয়ে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে মৌলিক অধিকার ক্ষুন্ন করে গত ৮ মে আকস্মিকভাবে এনপিসিবিএল-এর ডেপুটি চিফ সুপারিনটেনডেন্টসহ ১৫ জন প্রকৌশলীকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করার বিষয়টি আইইবি'র দৃষ্টিগোচর হয়েছে।

এতে বলা হয়, যেকোনো কারিগরি প্রতিষ্ঠানে প্রকৌশলীগণ মূল দায়িত্বে থাকেন, এক সাথে ১৫ জন প্রকৌশলীকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করার পেছনে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে মর্মে আইইবি মনে করে। মৌলিক অধিকার ক্ষুন্ন করে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডে (এনপিসিবিএল)’ এই ১৫ জন প্রকৌশলীকে আকস্মিকভাবে অব্যাহতি প্রদান করার ঘটনায় আইইবি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ’ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দেশের সংশ্লিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রশিক্ষিত প্রকৌশলীদের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চাকুরিচ্যুত প্রকৌশলীদের অব্যাহতি পত্র অবিলম্বে প্রত্যাহারপূর্বক স্বীয় পদে পদায়ন করার জন্য আইইবির পক্ষ হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমুদ্রের জোয়ারে ভেসে যাওয়া তরুণের মরদেহ উদ্ধার

চতুর্থ দিনের মতো নগরভবনে ইশরাকের অনুসারীরা, বন্ধ প্রধান ফটক

ছেলের বয়স ১৩৮ বছর, বাবার ৭৫

মালদ্বীপে ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন কামরুল ইসলাম

আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখছে জামায়াত 

যাচাই-বাছাই না করেই ‘ভুয়া খবর দিয়েছে ভারতীয় মিডিয়া’

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের প্রশংসা মার্কিন মিডিয়ায়

চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে না দিতে অবস্থান কর্মসূচি

চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে নির্যাতন

চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল শুরু

১০

আখতার হোসেনকে হত্যার হুমকি দিয়ে চিঠি, যা জানালেন তাসনিম জারা

১১

রিমার্কের অথেনটিক পণ্য উৎপাদন প্রক্রিয়া দেখে সন্তুষ্ট ভোক্তা অধিকার ডিজি

১২

বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যে ধাক্কা খেয়ে আফ্রিকার দিকে ইরান

১৩

জুলাই আহতদের অনুদানের চেক পেলেন নিষিদ্ধ সংগঠনের নেতা

১৪

‘দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছে ওয়াশিংটনের গোলামি করতে নয়’

১৫

টিস্যুর প্যাকেটে মিলল লাখ টাকার ইয়াবা

১৬

ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ 

১৭

যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ 

১৮

ছয়টি যুদ্ধবিমান খুইয়ে ভারত এখন কোন পথে?

১৯

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

২০
X