কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৪:৪৯ এএম
অনলাইন সংস্করণ

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে ১৫ প্রকৌশলীকে চাকুরিচ্যুতির প্রতিবাদ আইইবির

আইইবির লোগো। ছবি : সংগৃহীত
আইইবির লোগো। ছবি : সংগৃহীত

‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল)’ ১৫ জন প্রকৌশলীকে চাকুরী থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)।

শনিবার (১৭ মে) আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান স্বাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে ১৫ জন প্রকৌশলীকে চাকুরিচ্যুত করা হয়েছে। আমরা অবিলম্বে তাদেরকে চাকুরিতে পুনর্বহালের দাবি জানাই।

এতে বলা হয়, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ দেশের অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য ২০১৫ সালে 'নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)’ গঠিত হয়। গঠন করার পর থেকেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য এনপিসিবিএল কর্তৃক জনবল নিয়োগ এবং দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরি করা হয়।

বিবৃতিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে একটি সাম্য ও ন্যায্যতাভিত্তিক, দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক, শোষণহীন, জবাবদিহিতামূলক এবং জ্ঞানভিত্তিক পরিকল্পিত টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ আরও জোরালো হয়। একইসাথে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ও এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাছান-এর দুর্নীতির বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন। তৎপ্রেক্ষিতে ড. মো. জাহেদুল হাছান ক্ষিপ্ত হয়ে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে মৌলিক অধিকার ক্ষুন্ন করে গত ৮ মে আকস্মিকভাবে এনপিসিবিএল-এর ডেপুটি চিফ সুপারিনটেনডেন্টসহ ১৫ জন প্রকৌশলীকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করার বিষয়টি আইইবি'র দৃষ্টিগোচর হয়েছে।

এতে বলা হয়, যেকোনো কারিগরি প্রতিষ্ঠানে প্রকৌশলীগণ মূল দায়িত্বে থাকেন, এক সাথে ১৫ জন প্রকৌশলীকে চাকুরি থেকে অব্যাহতি প্রদান করার পেছনে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে মর্মে আইইবি মনে করে। মৌলিক অধিকার ক্ষুন্ন করে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেডে (এনপিসিবিএল)’ এই ১৫ জন প্রকৌশলীকে আকস্মিকভাবে অব্যাহতি প্রদান করার ঘটনায় আইইবি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ’ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দেশের সংশ্লিষ্ট যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রশিক্ষিত প্রকৌশলীদের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চাকুরিচ্যুত প্রকৌশলীদের অব্যাহতি পত্র অবিলম্বে প্রত্যাহারপূর্বক স্বীয় পদে পদায়ন করার জন্য আইইবির পক্ষ হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির খানের গোপন সন্তান থাকার অভিযোগ ভাই ফয়সালের

জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ৫৭৬৫ জন

শিল্পাকে বিয়ে করতে কঠিন শর্ত মানেন রাজ

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

১০

জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

১১

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

১২

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

১৩

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

১৪

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

১৫

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৬

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

১৭

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

১৮

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

১৯

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

২০
X