শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সমঝোতার নির্বাচন হলে জনগণ মেনে নেবে না : বুলবুল

ঢাকা দক্ষিণ জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা
ঢাকা দক্ষিণ জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, এক-এগারোর সরকারের সঙ্গে আওয়ামী লীগ সমঝোতা করে ২০০৯ সালে যেভাবে ক্ষমতা দখল করে আবারও তেমন সমঝোতার নির্বাচন হলে জনগণ সেই নির্বাচন মেনে নেবে না। বিদেশের মাটিতে বসে নয়, হাজারো ছাত্র-জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশের পবিত্র মাটিতে বসেই একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে সরকারের ভূমিকা জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানান তিনি।

রোববার (১৫ জুন) বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জনগণের প্রত্যাশিত একটি বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বুলবুল বলেন, অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার জন্য। একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিয়ে তাদের মতো করে যেনতেনভাবে একটি নির্বাচন দিয়ে ক্ষমতার মসনদে বসিয়ে দেওয়ার সমঝোতা জাতি মেনে নিবে না। ছাত্র-জনতার রক্তের সঙ্গে যারা বেইমানি করবে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে।

তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম মানবতাবিরোধী অপরাধে ইসরায়েলের বিরুদ্বে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ইসরায়েল ফিলিস্তিন ও ইরানের ওপর গভীর রাতে সশস্ত্র হামলা চালিয়ে আন্তর্জাতিক সব আইন ও নিয়ম-নীতি লঙ্ঘন করেছে। ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সব সংস্থাকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ সৃষ্টি করতে তিনি মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানান। অন্যথায় ইহুদি গোষ্ঠী একের পর এক মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্রের খেলায় মেতে উঠবে। পৃথিবীর বুক থেকে শান্তি ছিনিয়ে নিয়ে অশান্তির দাবানল ছড়িয়ে পড়বে।

মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, সহকারী সেক্রেটারি যথাক্রমে মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মো. কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, মো. শামছুর রহমান, কর্ম পরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম, এসএম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, মাওলানা মোশারফ হোসেন, ড. মোবারক হোসেন, কামরুল আহসান হাসানসহ কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১০

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১১

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১২

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৩

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৪

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৫

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৬

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৭

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৮

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৯

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

২০
X