কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত-শিবিরের সমর্থকদের ভূমিকা নিয়ে রাশেদের স্ট্যাটাস

মো. রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
মো. রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

জামায়াত-শিবিরের সমর্থকদের বর্তমান ভূমিকা নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

বুধবার (২৫ জুন) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ হতাশা প্রকাশ করেন।

পোস্টে পুরোনো দিনের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। লেখেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় তখন জামায়াত-শিবিরের পক্ষে অসংখ্য বক্তব্য দিয়েছি। সেসময় তো জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য দেওয়া এক ধরনের অপরাধ হিসেবে বিবেচনা করত আওয়ামী লীগ। তবুও তারা মজলুম বিবেচনায় কথা বলেছি। এগুলো সব অনলাইনে আছে। এই গণঅভ্যুত্থানের সময় তাদের নিষিদ্ধ করা হলে, আমার স্বাক্ষরে গণঅধিকার পরিষদের পক্ষে থেকে বিবৃতি পর্যন্ত দিয়েছি। সেসময় কয়টা দল বিবৃতি দিয়েছে?

তিনি লেখেন, হাসিনা ক্ষমতা থাকাকালীন সময়ে রমজানের সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ভাইয়ের সাথে একটা ইফতার প্রোগ্রাম আমার দেখা হলে আমি তাকে বলি, সব ইসলামিক দল ইফতার প্রোগ্রাম করছে। আপনারা কেন করছেন না? একটা ইফতার প্রোগ্রাম দেন। তখন আবদুল হালিম ভাই জামায়াতে ইসলামীর আমিরের সাথে কথা বলেন। এরপর তারা শেরাটনে ইফতারের আয়োজন করেন। একই দিনে দুটো ইফতার প্রোগ্রামে দাওয়াত থাকায় আমি সেদিন এবি পার্টির ইফতারে গিয়েছিলাম। আর গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জামায়াতে ইসলামীর ইফতারে অংশগ্রহণ করেন। রাতে হালিম ভাই আমাকে কল করে বললেন, আপনার কথা আমার মাথায় ঢোকে, এরপর আমি আমিরের সাথে কথা বলি। আপনাকে ধন্যবাদ পরামর্শের জন্য, আল্লাহর কাছে আপনার সওয়াব পৌঁছে যাবে। কিন্তু আপনি আসলেন না যে? আমি তাকে বলি, আমাদের সভাপতি গিয়েছিল। আমি আরেকটা ইফতারে গিয়েছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো প্রোগ্রামে দেখা হবে। আমার যাওয়া বড় কথা নয়, এই পরিবেশে ইফতার করা দরকার ছিল....! যাইহোক, কথাগুলো কেন বললাম?

রাশেদ লেখেন, আমি রাজনীতি করি, আমার সব বক্তব্য জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীদের সবসময় খুশি করতে পারবে না। কোটা সংস্কার আন্দোলন-২০১৮ সালের সময় আমি শিবির ট্যাগ খেয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। শিবির না করেও এমন ট্যাগিংয়ের শিকার হয়ে নির্যাতনের শিকার খুব কম মানুষই হয়েছে। টেলিভিশন ও সংবাদপত্রে আমার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আমাকে থামানোর বহু চেষ্টা আওয়ামী লীগ করেছে।

তিনি লেখেন, কিন্তু আজকাল লক্ষ্য করছি, (শীর্ষ বা দায়িত্বশীল নেতাদের কথা বলছি না) জামায়াত- শিবিরের কর্মী- সমর্থকরা কমেন্টে বা বিভিন্ন পেজ থেকে যে ধরনের মন্তব্য করছে, সেটি দুঃখজনক। শুধু আমার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রে এমনটি ঘটছে।

রাশেদ লেখেন, বক্তব্য পছন্দ না হলে অনলাইনে যাতা মন্তব্য করার অভ্যাস পরিত্যাগ না করতে পারলে এই দেশের রাজনীতির সংস্কৃতির কোনো পরিবর্তন হবে না। গণতন্ত্রের সৌন্দর্য কারও বক্তব্য নিজের পছন্দ না হলে গালাগাল করা নয়, বরং গঠনমূলক জবাবের নামই গণতন্ত্র। সেই চর্চা আমাদের সবার করা উচিত। এবিষয়ে কখনোই কথা বলতে চাইনি। কিন্তু আমার কাছে মনে হলো, কিছু বলা দরকার। তাই লিখলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাড়ি রাখা, অগোছালো পোশাক আর মেনে নেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজামুখী নৌবহর থেকে সরে দাঁড়াল ইতালি

অবশেষে নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

১০

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

১১

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

১২

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১৩

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১৪

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১৫

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৬

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৭

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৮

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৯

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

২০
X