কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১১:১৭ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ
এনডিপিতে পাল্টাপাল্টি বহিষ্কার

সমমনা জোট থেকে আবু তাহেরকে অব্যাহতি

ঐকমত্য কমিশনে জোটের সিদ্ধান্তের বাইরে যাওয়াকে কেন্দ্র করে পাল্টপাল্টি অব্যাহতি। ছবি : কালবেলা
ঐকমত্য কমিশনে জোটের সিদ্ধান্তের বাইরে যাওয়াকে কেন্দ্র করে পাল্টপাল্টি অব্যাহতি। ছবি : কালবেলা

জাতীয় ঐকমত্য কমিশনে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য দেওয়ায় বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের মিত্র জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কারি আবু তাহেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) রাজধানীর মতিঝিলে সমমনা জোটের অস্থায়ী কার্যালয়ে জোটের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জোট সূত্রে জানা গেছে।

জানা যায়, গত ২৪ জুন জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মতো জাতীয় ঐকমত্য কমিশনেও সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে একসুরে কথা বলার আহ্বান জানায় দলটি। কিন্তু পরে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি ও সমমনা জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য দেন এনডিপির চেয়ারম্যান আবু তাহের। এ ঘটনায় ক্ষুব্ধ ও অসন্তুষ্ট হয় বিএনপি ও জোট। ফলে সমমনা জোট থেকে আবু তাহেরকে অব্যাহতি দেওয়া হয় বলে জোট সূত্রে জানা গেছে।

জানতে চাইলে এনডিপির চেয়ারম্যান কারি আবু তাহের কালবেলাকে বলেন, সমমনা জোটের সঙ্গে বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) ব্যাপারে আপত্তির কথা জানিয়েছিল বিএনপি। একই সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে তাদের সমর্থন জানানোর জন্যও বলেছিল। তবে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে আমি দেখলাম এনসিসির বিষয়টা সংস্কার করে ফেলেছে কমিশন।

তারা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য এনসিসির পরিবর্তে একটি নিয়োগ কমিটি গঠনের কথা বলছে। যেহেতু ‘এনসিসি’ বাদ হয়েছে, আমি মনে করেছি, বিএনপি হয়তো এই নিয়োগ কমিটির পক্ষে থাকবে। সে জন্য আমি এটার পক্ষে মতামত দিয়েছি। কিন্তু পরে দেখলাম, এটা নিয়ে আমার বোঝার ভুল হয়েছে।

এনডিপিতে পাল্টাপাল্টি বহিষ্কার

এনডিপিতে পাল্টাপাল্টি বহিষ্কার ও অব্যাহতি প্রদানের ঘটনা ঘটেছে। কারি আবু তাহের ও আব্দুল্লাহ আল হারুন সোহেলের নেতৃত্বাধীন এনডিপি সমমনা জোটে অন্তর্ভুক্ত ছিল। তবে জোট থেকে চেয়ারম্যান আবু তাহেরকে অব্যাহতি প্রদানের পর দলটিতে এই পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনা ঘটে। এ ক্ষেত্রে দুটি অংশই দলের জাতীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভার সিদ্ধান্তের আলোকে বহিষ্কার ও কমিটি পুনর্গঠন করেছে।

গতকাল মঙ্গলবার (১ জুলাই) দলের একটি অংশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (২৯ জুন) গুলশানে প্রেসিডিয়াম সদস্য মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে অরাজনৈতিক কার্যকলাপের জন্য আবু তাহেরকে এনডিপি থেকে অব্যাহতি প্রদান এবং আব্দুল্লাহ আল হারুন সোহেলকে সভাপতি ও জামিল আহমেদকে মহাসচিব করা হয়েছে। এই বিজ্ঞপ্তির সঙ্গে সভার রেজ্যুলেশনের কপিও সংযুক্ত করা হয়েছে, যেখানে ৩০ জনের মধ্যে ২৮ জন নেতার স্বাক্ষর রয়েছে।

অন্যদিকে বুধবার (২ জুলাই) সন্ধ্যায় দলের অপর অংশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (৩০ জুন) সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের মৌচাক টাওয়ারে চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেলকে দল থেকে বহিষ্কার এবং হাফেজ আবু সাঈদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। তবে এই বিজ্ঞপ্তির সঙ্গে সভার রেজ্যুলেশনের কোনো কপি সংযুক্ত ছিল না।

এনডিপির দুই অংশের পক্ষ থেকেই জানানো হয়েছে, তারা বিএনপির নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে ছিল, আগামীতেও বিএনপির সঙ্গেই থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হেক্সাগার্ড রোভার’ উদ্ভাবক জিহাদের পাশে বিএনপি

সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় পণ্য জব্দ

যে কারণে পেছাল ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান

সিরিজ বাঁচাতে বাংলাদেশের সামনে সহজ লক্ষ্য

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন সভাপতি তছলিম, সম্পাদক ফেরদৌস

সামাজিক অনুষ্ঠানে সাইক্লোন সেল্টার ব্যবহার করা যাবে : উপদেষ্টা ফারুক-ই আজম

স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে : অতিরিক্ত সচিব সালাম

উল্টে যাওয়া ইঞ্জিন উদ্ধারে গিয়ে লাইনচ্যুত হলো রিলিফ ট্রেন

জকসু বিষয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক

জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা জীবন দেয়নি : সারজিস

১০

মেসিকে না খেলানোর ব্যাখ্যা দিলেন স্কালোনি

১১

এনপিবি নিউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু

১২

জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা শুরু

১৩

বাবা হারালেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা প্রিন্স

১৪

সেই মেজর জেনারেল কবিরের বিষয়ে যে তথ্য দিল সেনাসদর

১৫

আবাসিক হোটেলে প্রেমিকাকে ধর্ষণে মৃত্যু, গ্রেপ্তার ২

১৬

মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার দাবি জাকসুর

১৭

আবুধাবিতে বাংলাদেশের বোলিং তোপে চাপে আফগানিস্তান

১৮

বিএনপি সরকারে এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষায় ব্যয় করবে : শামা ওবায়েদ

১৯

সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মিসাইল উন্মোচন করল উত্তর কোরিয়া

২০
X