বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, আওয়ামী লীগ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত কেয়ারটেকার সরকার পদ্ধতি বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করেছে। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারবে না।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর নির্মম দমন-পীড়ন অব্যাহত রেখেছে সরকার। আজ রোববার পারিবারিক দিবস উপলক্ষে সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান আল্লাহ তায়ালার নির্দেশনা ও রাসুল (সা.) অনুসৃত নীতি অনুসরণ করে সবাইকে আদর্শ পরিবার গঠনের মাধ্যমে দ্বীনের বিজয় ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।
ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় এবং ড. মাওলানা কামরুল ইসলাম শাহীনের দারসূল কোরআনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ড. ফখরুদ্দীন মানিক প্রমুখ।
মাওলানা এটিএম মা’ছুম বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ, ইনসাফপূর্ণ, বিজ্ঞানসম্মত ও নির্ভুল জীবন বিধান। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলামের যথাযথ ও পুরোপুরি মেনে চলা অত্যাবশ্যক। পারিবারিক বলয় থেকে শুরু করে সামাজিক জীবন, ব্যবসা-বাণিজ্য, বিচার-আচার, রাষ্ট্রাচারসহ সব ক্ষেত্রেই আল্লাহর বিধানের পুরোপুরি অনুসরণ করতে হবে। আর ইসলামকে যথাযথ করতে হলে ইসলামী রাষ্ট্র দরকার। কোনো অনৈসলামী সমাজে ইসলামের পুরোপুরি অনুসরণ করা সম্ভব নয়। তাই দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি রাষ্ট্রীয় জুলুম-নির্যাতন, অন্যায় ও অসত্যের রাজপথে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন