বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা আগে দেখেছি, কোনো কোনো দল নিজেদের ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতেন। আমরা মনে করি শুধু সরকারি দল সংবিধান সংশোধন করতে পারেন না। শুধু একটি দল সংবিধান সংশোধন করবে সেটি আমরা চাই না।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৪তম দিনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, আমরা চাই যারা ক্ষমতাসীন দল থাকবে তারা, একইসঙ্গে অন্য বড় দলগুলোকেও রাষ্ট্রের প্রয়োজনে এখানে এক হতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে সংবিধান সংশোধন হোক, এটা আমাদের মূল প্রিন্সিপাল। কিন্তু সেটিকে একটু কঠিন করতে হবে।
এর আগে বেলা সোয়া ১১টায় বৈঠক শুরু হয়। বৈঠকে ২০টিরও বেশি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। আজকের আলোচনার বিষয় ছিল, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট; সংবিধান সংশোধন এবং সংসদ সদস্য নারী প্রতিনিধিত্ব।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে আলোচনা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে গিয়েছেন দলটির নেতারা।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে ডিএমপি কার্যালয়ে যান তারা। পরে অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) নজরুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের ৭ সদস্যের প্রতিনিধিদল।
জামায়াতের প্রতিনিধিদলে রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
ডিএমপির পক্ষ থেকে সভায় সভাপতিত্ব করছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশন) নজরুল ইসলাম, যুগ্ম কমিশনার (অপারেশন) মো. শহীদুল্লাহ, উপপুলিশ কমিশনার (ডিসি), ট্রাফিক গৌতম কুমার বিশ্বাস, উপপুলিশ কমিশনার (ডিসি), রমনা বিভাগ মাসুদ আলমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন