জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ বদরুদ্দীন উমরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ইউনাইটেড হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি বদরুদ্দীন উমরকে দেখতে যান। তার সঙ্গে ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
রাতেই বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন।
হাসপাতালে নেতৃবৃন্দ উমরের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত আরোগ্য লাভ করে আবারও জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন।
মন্তব্য করুন