জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেছেন, আন্দোলনে এই অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠনের প্রয়োজন। ত্যাগী এবং দলের প্রতি নিবেদিত কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করলে মাঠের আন্দোলন বেগমান করা সম্ভব, যা এই মুহূর্তে খুব প্রয়োজন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভায় এসব কথা বলেন তারা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মজিবর রহমান শেখের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি নাসির আহমেদ মোল্লা।
প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক হারুন অর রশিদ।
এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন এবং শিল্প সম্পাদক নুরুল আলম বিপ্লবসহ জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন