শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১১:২৬ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাকৃবি ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

মো. তরিকুল ইসলাম তারিক। ছবি : সংগৃহীত
মো. তরিকুল ইসলাম তারিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আর্থিকভাবে অসচ্ছল এক ছাত্রীকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। টাকার অভাবে পড়াশোনা বন্ধ হতে যাওয়া ওই ছাত্রীকে তিনি এ সাহায্য করেন।

জানা গেছে, ওই ছাত্রী বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে অধ্যয়ন করছেন। তার বাবা একজন দিনমজুর, যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মাসিক আয় প্রায় ১০ হাজার টাকা। মা গৃহিণী। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। তার ছোট দুটি বোন রয়েছে- একজন দশম শ্রেণিতে পড়ে, অন্যজন প্রথম শ্রেণির ছাত্রী।

পরিবারের সব সদস্য বাবার সীমিত আয়ের ওপর নির্ভরশীল হওয়ায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে, সেখানে উচ্চশিক্ষার খরচ বহন করাটা একপ্রকার অসম্ভব। অনেক কষ্টে ভর্তি ফি জোগাড় করা হয়েছিল- পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার প্রতিবেশীদের কাছ থেকে ধার ও সাহায্য নিয়ে, যার কাছ থেকে যতটুকু পাওয়া গেছে, তা একত্র করে অনলাইনে ভর্তি ফি পরিশোধ করা হয়। কিন্তু ভর্তির দিন ক্যাম্পাসে গিয়ে সরাসরি উপস্থিত থাকার যাতায়াত খরচও আলাদাভাবে সংগ্রহ করতে হয়েছে।

এই দুঃসময়েই তিনি যোগাযোগ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিকের সঙ্গে। এরপর তরিকুল ইসলাম তারিক তার প্রতি সহানুভূতি প্রকাশ করে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বলেন, টাকার অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হয় গিয়েছিল। পরে তারিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের আর্থিকভাবে অসচ্ছল একজন ছাত্রী অর্থাভাবে তার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালাতে পারছিল না। সেই ছাত্রী আমার কাছে সাহায্য চেয়ে যোগাযোগ করে, পরবর্তীতে আমার কাছে সঞ্চিত কিছু টাকা তাকে প্রদান করি। যার মাধ্যমে সে আগামী কয়েক মাস তার দৈনন্দিন ব্যয়ভার বহন করতে পারবে। এ সময় তাকে আরও আশ্বাস দেই যে, ভবিষ্যতে তার যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকব।

এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্বভার গ্রহণ করেছিলেন তরিকুল ইসলাম তারিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১০

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১১

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১২

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

১৩

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

১৪

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

১৫

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

১৬

গণঅধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

১৭

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

১৮

পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায় : সালাহউদ্দিন আহমদ

১৯

হ্যাটট্রিক করে বিপিএলে মৃত্যুঞ্জয়ের অনন্য কীর্তি

২০
X