কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১১:২৬ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাকৃবি ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

মো. তরিকুল ইসলাম তারিক। ছবি : সংগৃহীত
মো. তরিকুল ইসলাম তারিক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আর্থিকভাবে অসচ্ছল এক ছাত্রীকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। টাকার অভাবে পড়াশোনা বন্ধ হতে যাওয়া ওই ছাত্রীকে তিনি এ সাহায্য করেন।

জানা গেছে, ওই ছাত্রী বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে অধ্যয়ন করছেন। তার বাবা একজন দিনমজুর, যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। মাসিক আয় প্রায় ১০ হাজার টাকা। মা গৃহিণী। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। তার ছোট দুটি বোন রয়েছে- একজন দশম শ্রেণিতে পড়ে, অন্যজন প্রথম শ্রেণির ছাত্রী।

পরিবারের সব সদস্য বাবার সীমিত আয়ের ওপর নির্ভরশীল হওয়ায় সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে, সেখানে উচ্চশিক্ষার খরচ বহন করাটা একপ্রকার অসম্ভব। অনেক কষ্টে ভর্তি ফি জোগাড় করা হয়েছিল- পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার প্রতিবেশীদের কাছ থেকে ধার ও সাহায্য নিয়ে, যার কাছ থেকে যতটুকু পাওয়া গেছে, তা একত্র করে অনলাইনে ভর্তি ফি পরিশোধ করা হয়। কিন্তু ভর্তির দিন ক্যাম্পাসে গিয়ে সরাসরি উপস্থিত থাকার যাতায়াত খরচও আলাদাভাবে সংগ্রহ করতে হয়েছে।

এই দুঃসময়েই তিনি যোগাযোগ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিকের সঙ্গে। এরপর তরিকুল ইসলাম তারিক তার প্রতি সহানুভূতি প্রকাশ করে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী বলেন, টাকার অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হয় গিয়েছিল। পরে তারিক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন।

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের আর্থিকভাবে অসচ্ছল একজন ছাত্রী অর্থাভাবে তার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালাতে পারছিল না। সেই ছাত্রী আমার কাছে সাহায্য চেয়ে যোগাযোগ করে, পরবর্তীতে আমার কাছে সঞ্চিত কিছু টাকা তাকে প্রদান করি। যার মাধ্যমে সে আগামী কয়েক মাস তার দৈনন্দিন ব্যয়ভার বহন করতে পারবে। এ সময় তাকে আরও আশ্বাস দেই যে, ভবিষ্যতে তার যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকব।

এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্বভার গ্রহণ করেছিলেন তরিকুল ইসলাম তারিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যানইউ ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট কোচ হিসেবে চাকরি হারালেন আমোরিম

মার্কিন নাগরিকত্ব ছেড়েছেন বিএনপির প্রার্থী মিন্টু

বিয়ের প্রলোভনে ধর্ষণ-ব্ল্যাকমেইলের অভিযোগে মামলা, ঢাবিছাত্রকে খুঁজছে পুলিশ

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

বিএফআইইউ-ব্র্যাক ব্যাংক বোর্ডের মতবিনিময়

খালেদা জিয়ার শোক বইতে পাকিস্তান জমিয়ত আমিরের স্বাক্ষর

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পরীক্ষায় নকল করে যে শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৩ শিক্ষার্থী 

রূপগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

১০

নিউইয়র্কের কোর্টে তোলা হলো মাদুরোকে

১১

তিন শতাধিক এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১২

জুলাই যোদ্ধা সুরভীর জামিন

১৩

কনকনে শীতে সড়ক থেকে উদ্ধার হওয়া সেই দুই শিশুর একজনের মৃত্যু

১৪

দুপক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২

১৫

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

১৬

১০৬টি পার্ক ও খেলার মাঠ রক্ষায় ডিএনসিসির কমিটি গঠন

১৭

খালেদা জিয়া ছিলেন রাজনীতির বাতিঘর : কবীর আহমেদ ভূইয়া

১৮

বগুড়ায় ৯ নেতাকে সুখবর দিল বিএনপি

১৯

সন্তানের পাপের কারণে মা-বাবার শাস্তি হবে কি না, যা বলছেন আলেমরা

২০
X