জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই জাতীয় পার্টির।
রোববার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ঘোষণাপত্রসহ অন্তর্বর্তী সরকার বিভিন্ন জায়গায় বলেছে তিনটি নির্বাচন অবৈধ। এই তিনটি নির্বাচনকে বারবার বৈধতা দিয়েছে কারা? জাতীয় পার্টি। এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে জাতীয় পার্টি। তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে কোন বিবেচনায় তারা এই বাংলাদেশে রাজনীতি করবে?
এনসিপির আহ্বায়ক বলেন, আসলে জুলাই গণঅভ্যুত্থানের পরে এ রকম একটা দিন দেখতে হবে, এটা আমরা কেউ কল্পনাও করিনি। এটা শুধু দুঃখজনকই নয়, অনাকাঙ্ক্ষিতও নয়, এটা উদ্বেগজনকও। আমরা আসলে কোন সময়ে বাস করছি এবং দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এটা আমাদের ভাবাচ্ছে।
নাহিদ ইসলাম চিকিৎসকদের কাছ থেকে নুরের সার্বিক অবস্থার খোঁজ নেন। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে কথা হয় তার। নাহিদ তার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হামলায় জড়িত সেনা ও পুলিশের সদস্যদের বিচার নিশ্চিতের দাবি জানান।
এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, সংগঠক নাহিদ উদ্দিন তারেক প্রমুখ সঙ্গে ছিলেন।
মন্তব্য করুন