কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

নুরকে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে : রাশেদ খান

বক্তব্য দেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি : সংগৃহীত
বক্তব্য দেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। হামলায় আহত নুর এখনো সম্পূর্ণ সুস্থ নন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে তিনি দাবি করেছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান এ অভিযোগ করেন।

তিনি জানান, নুরুল হক নুরের নাক দিয়ে রক্ত পড়ছে এবং নাকের অবস্থা আরও খারাপ হয়েছে। মাথায় আঘাতের কারণে তিনি হাঁটতে পারছেন না এবং মুখ খুলতেও অসুবিধা হচ্ছে। সরকারের পক্ষ থেকে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর ঘোষণা দেওয়া হলেও, তিনি এখনো প্লেনে ওঠার মতো অবস্থায় নেই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি (নুরুল হক) এখন প্লেনে ওঠার মতো অবস্থায় নেই। আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি। আরেকটু সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেওয়া হতে পারে।

গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে নুরুল হক সম্পূর্ণ সুস্থ; কিন্তু এই কথার কোনো সত্যতা নেই। তিনি এখনো সম্পূর্ণ সুস্থ নয় তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে। আমি একটু আগে তাকে দেখে আসলাম সেখানে ডাক্তাররাও ছিলেন। নাক থেকে তার জমাট বাঁধা ব্লাড বের হলো। সঙ্গে সঙ্গে হাসপাতালে ডিরেক্টরকে ফোন দিলাম তিনি এলেন এবং অন্য ডাক্তাররাও ছিলেন। ডিরেক্টর সঙ্গে সঙ্গে অন্য চিকিৎসকদেরও ডাকলেন এবং আমরা বললাম তার এই অবস্থা। তিনি নুরুল হক নুরের যে ধরনের চিকিৎসা দরকার সেই নির্দেশনা দিলেন। অথচ আমরা লক্ষ করলাম গণমাধ্যমে বলা হয়েছে—নুরুল হক সুস্থ কিন্তু তিনি তো এখনো আগের মতোই রয়েছেন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, আমি নুরুল হকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তিনি কথা বলতে পারছেন না। তার চোখের নিচে আঘাতের চিহ্ন রয়েছে, মুখ দিয়ে কথা বলতে পারছেন না, তার মুখের মাড়িতে প্রচণ্ড ব্যথা এবং ব্রেনে তার আঘাতের চিহ্ন থাকায় তার ব্রেনও ঠিকমতো কাজ করছে না। নুরুল হক নুর এখনো পরিপূর্ণ সুস্থ হননি তিনি আগে যেমন ছিলেন এখন পর্যন্ত তেমনি আছেন। তাকে হত্যার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছিল।

তিনি বলেন, নুরুল হক নুরের ওপর যে হামলা হয়েছে এই হামলাকে কেন্দ্র করে পুরো জাতি আজ একতাবদ্ধ হয়েছে। এখন এ দেশের মানুষের যে চাওয়া সেটি হলো আওয়ামী লীগকে যেভাবে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি ও ১৪ দলসহ যারা ফ্যাসিবাদের দোসর তাদের সাংগঠনিক কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপুল ভোটে কোয়াবের সভাপতি হলেন মিঠুন

তরুণদের মাঝে বাড়ছে কোলন ক্যানসার, নিয়ন্ত্রণের ৫ উপায় জেনে নিন

বিচারকের সামনেই এজলাসে সাংবাদিককে মারধর

গাছ পাচারের প্রতিবেদন করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী

বন্ধুর প্রতি কতটা কেয়ারিং অর্থ উপদেষ্টা : তাসনুভা

স্বেচ্ছাসেবক দলের নেতাকে সব পদ থেকে আজীবন বহিষ্কার

কার মৃত্যু কীভাবে হবে তা কি পূর্বনির্ধারিত, নাকি ব্যক্তির কর্মফলের ওপর নির্ভর?

হবিগঞ্জে রেলওয়ে পুলিশের ৪ সদস্যের বিরুদ্ধে মামলা

চবিতে সংঘর্ষ, ৮ গ্রামবাসীর জামিন নামঞ্জুর

১০

ক্লাস নেওয়াটা আমার কাছে শ্বাস নেওয়ার মতো : মাভাবিপ্রবি উপাচার্য 

১১

বামদের মধ্যেও শিবির ঢুকে গেছে : ছাত্রদল নেতা আমান

১২

ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩

১৩

লতিফ সিদ্দিকী ও সাংবাদিক পান্নার জামিন মেলেনি

১৪

শেখ হাসিনার পক্ষে লড়তে অনুমতি পাননি ৪ আইনজীবী

১৫

ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট

১৬

পশ্চিম তীর থাকবে কি না, সিদ্ধান্ত হতে পারে আজ

১৭

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনের অযোগ্য হবেন : প্রেস সচিব

১৮

‘হাড় নেই, চাপ দেবেন না’ চবি শিক্ষার্থীর মাথায় সতর্কবার্তা

১৯

প্রশাসনে হাসিনার প্রেতাত্মারা পরিকল্পিত অস্থিরতা করছে : রিজভী

২০
X