জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অবৈধ বাসস্ট্যান্ড অনতিবিলম্বে সরানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার ভেতরে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অবৈধ বাসস্ট্যান্ড সরানোর দাবি জানান। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাসের) বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ বলেন, ক্যাম্পাসের সামনে এমন একটা অবস্থা যে, অপরিচিত কেউ যদি কখনো এদিকে আসে তাহলে এই বিশ্ববিদ্যালয়কে আর বিশ্ববিদ্যালয় বলবে না, বলবে বাসট্যান্ড। আমরা বারবার এখান থেকে বাসস্ট্যান্ড সরানোর দাবি জানালেও প্রশাসন দাবির প্রতি কর্ণপাত করছে না। প্রশাসনের পক্ষ থেকে চব্বিশ ঘণ্টা সময় দিলেও তাদের চব্বিশ ঘণ্টা এখনো শেষ হয়নি। আমরা আগামী আটচল্লিশ ঘণ্টার সময় দিচ্ছি, এই সময়ের ভেতর যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা রায়সাহেব বাজার মোড় আটকে দেবো। এখানে আর কোনো বাস প্রবেশ করতে দেবো না।
বাগছাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব কিশোর সাম্য বলেন, আমরা সেফটি নিয়ে যে বিশ্ববিদ্যালয়ে আসব আবার ফিরে যাবো—এটুকু নিরাপত্তা রাষ্ট্র আমাদের দিতে পারে না। আমার ক্যাম্পাসের সামনে মৃত্যুফাঁদ তৈরি করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রাস্তার ওপর বাস রেখে দিছে। রিকশা বা মোটরসাইকেল দিয়েও আমরা যদি যেতে চাই ঘণ্টার পর ঘণ্টা সময় চলে যায়। এই যে আমার এবং আমার ভাইবোনদের এত কর্মঘণ্টা নষ্ট করা হচ্ছে, এটা কোন অধিকারে বলে। বিশ্ববিদ্যালয়ের বাসগুলো যখন বের হয় তখনো তারা সাইড দিতে চায় না। এটা যদি না সরানো হয় এটা আমাদের জন্য যেমন হুমকি তেমনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে, কাঠামো নষ্ট করছে। এদের মাস্তানি-দৌরাত্ম্য এত যে, তারা ভাবে যা ইচ্ছা তাই করবে। এরা আমাদের ক্যাম্পাসের বাসগুলোকে পর্যন্ত সাইড দিতে চায় না। আমরা এখান থেকে অবিলম্বে অবৈধ বাসট্যান্ড সরানোর দাবি জানাচ্ছি।
মন্তব্য করুন