বিএনপি আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় আসলে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজারস্থ নাজনীন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আইসিটিডি ডিজিটাল ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের আশ্বাসও দেন আনোয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্ব)-এর পরিচালক এএসএম লোকমান।
নাজনীন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তোফায়েল আহমেদসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন