কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

‘ঢাকা কলেজ ছাত্রলীগ করোস’ বলেই দুই নেতাকে বেধড়ক মারধর

কাউসার হাসান কায়েস ও সাব্বির হোসাইন। ছবি : কালবলা
কাউসার হাসান কায়েস ও সাব্বির হোসাইন। ছবি : কালবলা

ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা কাউসার হাসান কায়েস ও সাব্বির হোসাইনকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সাব্বির হোসাইনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হলেও গুরুতর আহত কাউসার হাসানকে ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। কাউসারের মাথায়, চোখে জখমের চিহ্ন রয়েছে আর সাব্বিরের মাথায়, ঘাড়ে ও হাতে জখমের চিহ্ন রয়েছে৷

ধারণা করা হচ্ছে, সাত কলেজ ছাত্রলীগ নিয়ন্ত্রণ ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কেন্দ্রীয় ছাত্রলীগের যে টানাপোড়েন চলছে তার পরিপ্রেক্ষিতে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

আহত কাউসার কালবেলাকে জানান, রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগসংলগ্ন আমতলী গেটের সামনে অসাবধানতাবশত আমাদের সঙ্গে অপর একটি বাইকের মুখোমুখি হয়। এ সময় ওই বাইক থেকে নেশা করেছিস নাকি এসব বলে গালমন্দ করতে থাকে। এরপর আমরা স্যরি বলে সেখান থেকে চলে আসি। ক্যাম্পাসে (ঢাকা কলেজে) ফেরার পথে শহীদ মিনার এলাকায় পৌঁছানোর পর চারটি বাইক আমাদের পথ গতিরোধ করে। বাইক থেকে নেমে পথ গতিরোধ করার কারণ জানতে চাইলে ওরা আবারও গালমন্দ করতে থাকে। এ সময় কে তোরা? ঢাকা কলেজ ছাত্রলীগ করোস, তাই না? এসব কথা বলে আমাদের ওপর হামলা চালায়। এ সময় শহীদ মিনার এলাকায় কর্তব্যরত পুলিশ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

কাউসার বলেন, আমার ধারণা এই হামলা পূর্বপরিকল্পিত। হামলাকারী প্রত্যেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এদিকে হামলার ঘটনার খবর পেয়ে রাতেই আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান৷ হামলার বিষয়ে তিনি বলেন, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের দুই নেতার ওপর হামলা হয়েছে, এমন খবর শুনে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে আসি। এসে দেখতে পাই এখানে ঢাকা কলেজ ছাত্রলীগের কয়েক’শ নেতাকর্মী ছুটে এসেছেন। তাদের আহত সহযোদ্ধাদের পাশে থাকার জন্য। মূলত, ঢাকা মেডিকেল মোড়ে চা পান করার সময় এই হামলার ঘটনা ঘটেছে। আহত দুজনই বেশ জখম হয়েছেন। সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি।

তিনি বলেন, এদের মধ্যে একজন (কাউসার হোসেন কায়েস) গুরুতর আহত হয়েছেন। তার মাথায় এবং বাম চোখে জখম হয়েছে। আরেকজনের (সাব্বির আহমেদ) কাঁধে ঘাড়ে আঘাত পেয়েছেন। সাব্বির আহমেদকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ওষুধপত্রসহ ঢাকা কলেজে তারা হলে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর গুরুতর আহত কাওসার হোসেনকে ঢামেকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডি পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর।

কারা হামলা করেছে এ বিষয় জানতে চাইলে ইনান বলেন, বিষয়টি আমরা প্রাথমিকভাবে বলতে পারছি না। এটি সকালে (আজ) খতিয়ে দেখব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অবগত করব যেন হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পারেন। একইসঙ্গে ছাত্রলীগের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, কারা হামলা করেছে সেটি এখনও আমার জানা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে সমর্থকদের তুমুল মারামারি

আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল গ্রেপ্তার

৬০০ কোটি আয় ছাড়াল রজনীকান্তের ‘কুলি’

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

গাজীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতিসংঘের প্রতিবেদন নিয়ে নির্দেশনা দিলেন হাইকোর্ট

ডাকসু নির্বাচনে ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্তের দাবি ছাত্র অধিকার পরিষদের

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আরও বাড়াল পাকিস্তান

১০

র‌্যাঙ্কিংয়ে উধাও রোহিত-কোহলির নাম, কারণ জানাল আইসিসি

১১

রাজসাক্ষী হতে চান পুলিশ সদস্য শেখ আফজালুল

১২

ভাঙন ভাঙন খেলায় দিশেহারা নদীপাড়ের মানুষ

১৩

চালককে ওয়াশরুমে রেখে প্রাইভেটকার নিয়ে ছুটছিলেন তিন বন্ধু

১৪

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকি / কর কমিশনার মো. মুস্তাকসহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে দুদক

১৫

‎আশাশুনি সাব-রেজিস্ট্রার অফিসের স্থায়ী ভবন নির্মাণে জরুরি আলোচনাসভা

১৬

দেবের প্রশংসায় ইধিকা

১৭

গ্যাসের ব্যথা ভেবে হার্ট অ্যাটাকের লক্ষণ নিয়ে ঘুরছেন না তো?

১৮

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৯

বয়স ৪০ হলেও চাকরির সুযোগ, আবেদন করুন আজই

২০
X