কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে’

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ছবি : কালবেলা

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে মিরপুর-১৩ এর শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাফরুল উত্তর থানা জামায়াত আয়োজিত ঢাকা-১৫ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

থানা আমির রেজাউল করিম মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি আশিকুর রহমানের সঞ্চালনায় ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ডা. কর্নেল জিহাদ খান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহসহ স্থানীয় নেতারা।

রাসূল (সা.) প্রতিষ্ঠিত মদীনা রাষ্ট্রের আদলে দেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধ এবং ন্যায়- ইনসাফের কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আসন্ন নির্বাচনে ঢাকা-১৫ আসনসহ সারাদেশে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, সুস্থতা আল্লাহ তায়ালার বড় নেয়ামত। মূলত, অসুস্থ হলে আল্লাহ তায়ালাই শিফা দান করেন। এজন্য আমাদের চিকিৎসার পাশাপাশি শেষ রাতে আল্লাহর কাছে ধর্না দিতে হবে। কারণ, চাইলেই তিনি বান্দাদের সবকিছু দিয়ে দেন-এ অঙ্গীকার আল্লাহরই। মূলত, চিকিৎসার ক্ষেত্রে আরোগ্যের চেয়ে প্রতিরোধই শ্রেয়তর। তাই আমাদের প্রত্যেককে স্বাস্থ্য সচেতন হতে হবে। পরিমিত আহার, স্বাস্থ্যসম্মত খাবার ও দৈহিক প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ জীবনযাপনে অতিমাত্রায় সচেতনতা অবলম্বন করতে হবে। তাহলেই আমরা সুস্বাস্থ্যের অধিকারী দেশের গর্বিত নাগরিক হতে পারব। তিনি স্বাস্থ্য সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে ময়দানে সবাইকে সাধ্যমতো ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, স্বাস্থ্য সচেতন হলে বা সুস্থ থাকলে ব্যক্তির জীবন যেমন আনন্দঘন হয়ে ওঠে, ঠিক তেমনিভাবে দেশ ও জাতির ভবিষ্যৎ নির্মাণে এবং জাতিকে সুখী-সমৃদ্ধ করতে আমাদের সচেতন হতে হবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সুচিন্তিতভাবে রায় প্রদান করতে হবে।

তিনি ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের প্রার্থিতার কথা উল্লেখ করে বলেন, এ আসনে সংগঠন সর্বোচ্চ ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে। আমিরে জামায়াত শুধু দেশেই নন বরং আন্তর্জাতিকভাবেও বরেণ্য ব্যক্তি। তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে জনগণ তার যোগ্যতর খেদমত পাবেন। আর দল ক্ষমতায় গেলে তার যোগ্যতর নেতৃত্বে দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যে রাষ্ট্রের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। দেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। তিনি সে স্বপ্নের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি গণজোয়ার সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অধ্যাপক মুজিব বলেন, সবার আগে দেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে। এ জন্য দরকার সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড। বেরিয়ে আসতে হবে ভোটচুরি-ডাকাতি, কেন্দ্র দখলসহ নির্বাচনে অবৈধ অর্থের ব্যবহারের অতীত অপসংস্কৃতি থেকে। ‘১০ হোন্ডা, ২০টা গুণ্ডা : নির্বাচন ঠাণ্ডা’ এমন নৈরাজ্যকর পরিস্থিতি জনগণ আর দেখতে চায় না। ‘আমার ভোট আমি দেব; যাকে খুশী তাকে দেব’ সৃষ্টি করতে হবে এমন পরিবেশের। এজন্য দরকার প্রচলিত পদ্ধতির পরিবর্তে পিআর পদ্ধতিতে নির্বাচন। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবা শরিফে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা এক মুসল্লির

শাহবাগে দাঁড়িয়ে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুললেন জুমা

ভারতে বাংলাদেশিদের হোটেল ভাড়া না দেওয়ার হুমকি

১২৩ বছরের অ্যাশেজ ইতিহাস নতুন করে লিখল বক্সিং ডে টেস্ট

ইসরায়েলকে নিশ্চিহ্ন করার বড় পরিকল্পনা ইরানের

তারেক রহমানের সংবর্ধনাস্থলের বর্জ্য অপসারণ করল বিএনপি

মিটার পরিচালনা শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৪ কর্মকর্তা

বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের বার্তা

দেড় ঘণ্টা পর খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা নিবেদন

১০

বাংলাদেশে হিন্দু যুবকের হত্যাকাণ্ড নিয়ে যা বললেন জয়সওয়াল

১১

নদীর কিনারায় মিলল ২৩ কেজির কোরাল

১২

একযোগে বাড়ল স্বর্ণ রুপা প্লাটিনামের দাম

১৩

সিরিয়ার হোমস প্রদেশে মসজিদে বিস্ফোরণ

১৪

মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিপিএলের উদ্বোধনীতে ট্রফি না থাকায় প্রশ্ন, ব্যাখ্যা দিলো বিসিবি

১৬

তারেক রহমানের সংবর্ধনাস্থল থেকে ১৪৮ টন বর্জ্য সরানো হয়েছে : ডিএনসিসি

১৭

সাবেক মন্ত্রীর ‘এপিএসের’ ইন্ধনে নির্বাচন কার্যালয়ে আগুন

১৮

ফুলকপি খেলে কি আসলেই পেট ফাঁপে?

১৯

আসন্ন নির্বাচনে এককভাবে লড়বে জেএসডি

২০
X