কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান আমীর খসরুর

ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালায় কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালায় কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপি নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মশালায় এ কথা বলেন তিনি।

এ সময় তারেক রহমানকে ‘গণতন্ত্রের টর্চ বেয়ারার’ হিসেবে অভিহিতি করে আমীর খসরু বলেন, এখন যার অপেক্ষায় বাংলাদেশ চেয়ে আছে। গণতন্ত্রের টর্চ বেয়ারার তারেক রহমান ২৫ তারিখে বাংলাদেশে ইনশাআল্লাহ ফিরে আসবেন... এটা আমাদের আনন্দের সংবাদ।

আমীর খসরু বলেন, বিএনপির দেশ গড়া ও আগামীর বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয়, রূপরেখা ও স্বপ্ন—তা দলের নেতা তারেক রহমানের নেতৃত্বে গৃহীত। সেই স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিক অংশ হিসেবেই আজকের এই দেশ গড়ার কর্মসূচি। তিনি বলেন, আমরা সবাই আনন্দিত যে আগামী ২৫ তারিখে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যার অপেক্ষায় দেশবাসী, তিনি দেশে ফিরছেন।

তিনি বলেন, তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম আমরা গত বছরগুলোতে করেছি, তা নতুন গতি পাবে। তার নেতৃত্বেই জাতিকে ঐক্যবদ্ধ করে সেই আন্দোলনে আমরা সফল হয়েছি। সেই আন্দোলনের নায়ক ও গণতন্ত্রের টর্চবিয়ারার তারেক রহমান ইনশাআল্লাহ বাংলাদেশে ফিরে আসবেন।

ইনকিলাব মঞ্চের নেতা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা প্রসঙ্গে আমীর খসরু বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির ওপর হামলার ঘটনাও ঘটেছে, পাশাপাশি সাম্প্রতিক সময়ে আরও একটি সহিংস ঘটনা সামনে এসেছে। এমন এক সময়ে এসব ঘটনা ঘটছে, যখন দেশের স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি বলেন, বিএনপি বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি নতুন স্বপ্ন দেখছে। গত ১৭ বছর ধরে নিপীড়ন ও নির্যাতন ভোগ করা মানুষের মনোজগতে ৫ আগস্টের পর যে পরিবর্তন আসছে, তা বিবেচনায় রেখে তারেক রহমান একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার রাজনীতি ধারণ করেছেন। এর বিপরীতে আমরা একটি ভিন্ন ধরনের রাজনীতি দেখতে পাচ্ছি- যা মবক্রেসি, বলপ্রয়োগ, অপরকে অসম্মান করা ও ছোট করার রাজনীতির বহিঃপ্রকাশ। যে কোনো অজুহাতে অস্থিতিশীলতা সৃষ্টি করার এ ধরনের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাম্য নয়। এ প্রসঙ্গে আমীর খসরু বিএনপির নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আগামী ২৫ তারিখ আমাদের নেতা দেশে ফিরছেন। সেদিন থেকে বাংলাদেশের রাজনীতির গণতান্ত্রিক অঙ্গনে ইনশাল্লাহ একটি নতুন জোয়ার সৃষ্টি হবে। সে লক্ষ্যে সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

আমীর খসরু বলেন, আসন্ন নির্বাচন শুধু বিএনপির জয় নয়, এটি হবে গণতন্ত্রের জয়। গণতন্ত্রের টর্চবাহক হিসেবে বিএনপির ওপর যে দায়িত্ব রয়েছে, তা সবাইকে সম্মিলিতভাবে পালন করতে হবে।

দেশ পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রের সুফল ও অর্থনৈতিক উন্নয়নের ফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতায় যাওয়ার প্রথম দিন থেকেই এ লক্ষ্যে কাজ শুরু হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, উন্নয়নের নামে মেগা প্রকল্প নয়, বরং শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগই হবে বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার। মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদিকে গুলি  / ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

টাঙ্গাইল কারাগারে শাড়ি-জামদানি উৎপাদন শুরু

জাতীয় সংসদ নির্বাচনের তপশিলের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি

রাকসুর জিএসকে হত্যার হুমকি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাদের

‘ব্রেন ডেথ’ কী, এটা থেকে কখনো সেরে ওঠা যায়?

রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত তুরস্কের ৩ জাহাজ

জামায়াতে যোগদানের কারণ জানালেন সাবেক এমপি আক্তারুজ্জামান

বাংলাদেশ এলডিপির নতুন কমিটি গঠন

‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু হবে শিগগিরই

এনসিপি নেতাকে বাঁচাতে গিয়ে ৩ পুলিশ কর্মকর্তা আহত

১০

হাসপাতালে ওসমান হাদি কেমন আছেন, জানাল ইনকিলাব মঞ্চ

১১

আশীর্বাদের নামে অভিনেত্রীর ব্লাউজের ভেতরে হাত! পলাতক পুরোহিত

১২

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

১৩

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

১৪

হাদিকে গুলি করে আ.লীগ পুনর্বাসন হবে না : রাশেদ প্রধান

১৫

রেললাইনে পড়ে ছিল অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ

১৬

চলন্ত রিকশা থেকে ছিনতাই, ইডেনের শিক্ষার্থী আহত

১৭

শোবিজ ছেড়ে প্রবাসে কি করছেন মোনালিসা

১৮

রাশিয়া থেকে ফেরা সেনাদের বীর আখ্যা কিমের

১৯

নেতাকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান আমীর খসরুর

২০
X