কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে খতমে নবুওয়তের সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুর জামিয়া এমদাদিয়া জাফরাবাদ মাদ্রাসা মিলনায়তনে খতমে নবুওয়তের সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
চাঁদপুর জামিয়া এমদাদিয়া জাফরাবাদ মাদ্রাসা মিলনায়তনে খতমে নবুওয়তের সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা জাফর আহমাদের সভাপতিত্বে আজ বুধবার সকালে চাঁদপুর জামিয়া এমদাদিয়া জাফরাবাদ মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আল্লামা জুনাইদ আল হাবিব এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা মুহিউদ্দিন রাব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী।

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আল হাবিব বলেন, কাদিয়ানী সম্প্রদায় স্বাধীনতা বিরোধী রাজাকার। ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যখন মুসলমানদের পক্ষ থেকে জিহাদ ঘোষণা করা হয় তখন মির্জা গোলাম আহমাদ কাদিয়ানী ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম ঘোষণা করে ফতোয়া প্রদান করে। এক সময় ভারতবর্ষ স্বাধীন হয়। এরপর ভারত থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়। কিন্তু কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা এবং মিথ্যাচারিতা থেকে এখনো আমরা মুসলমানরা স্বাধীন হতে পারেনি।

প্রধান আলোচক মুহিউদ্দিন রাব্বানী বলেন, খতমে নবুওয়ত সকল ইবাদতের মূল ভিত্তি। খতমে নবুওয়ত হেফাজত থাকলে সকল ইবাদত সংরক্ষিত থাকবে। তাওহীদ, রেসালাত ও আখেরাত নিয়ে তাবলীগের ভাইয়েরা সমাজের প্রতিটা স্তরে দাওয়াতের কাজ করে যাচ্ছেন। তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে; তারা যেনো রাসুলুল্লাহ (সা.) এর খতমে নবুওয়ত এবং কাদিয়ানী সম্প্রদায়ের ভন্ড মিথ্যা নবী দাবিদার গোলাম আহমাদ কাদিয়ানী ও তার দোসরদের অপতৎপরতার মুখোশ উম্মাহ'র সামনে তুলে ধরেন। আমরা তাহাফফুজে খতমে নবুওয়ত একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন। সমনে নির্বাচন। সেই নিবাচনে যেই দলই নবী প্রেমিক আপামর তৌহিদী জনতার ভোট নিজেদের পক্ষে পেতে চায়, তারা যেনো নিজেদের নির্বাচনী ইশতেহারে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার ওয়াদা করেন। যারাই এই ওয়াদা দিবে আমরা তাদরকে নির্বাচনে সমর্থন করবো। আর এই কথা দিবালোকের ন্যায় স্পষ্ট, এদেশের নির্বাচনে আলেম উলামা ও তৌহিদী জনতা যেই দলের দিকে সমর্থন দেয় তারাই বিজয়ী হয়।

বিশেষ অতিথি মাওলানা আহমাদ আলী কাসেমী উপস্থিত চাঁদপুর জেলার নেতৃবৃন্দের প্রতি উদাত্ত্ব আহ্বান জানিয়ে বলেন, তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ চাঁদপুর জেলা কমিটি নিজেদের অধীনে থাকা সকল থানা, ইউনিয়ন এবং ওয়ার্ডে যথাযথভাবে আক্বিদায়ে খতমে নবুওয়ত ও রদ্দে কাদিয়ানিয়্যাত শীর্ষক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে চাঁদপুর জেলাকে কাদিয়ানী বিরোধী আন্দোলনের দূর্গ হিসেবে গড়ে তুলুন।

মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী বলেন, কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট, তারা এদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সংখ্যালঘু অন্যান্য ধর্মালম্বীদেরমত নিজেদের ধর্মীয় পরিচয়ে বসবাস করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তারা মুসলমানদের লিবাস ধারণ করে এদেশের সরলমনা মুসলমানদের ঈমান হরণ করবে তা আমরা বরদাশত করতে পারিনা। আজকের সম্মেলন থেকে কাদিয়ানীদের অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হেফাজত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে মাওলানা জাফর আহমাদ বলেন, আমরা কেন্দ্রের ঘোষিত সকল কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করে ঐক্যবদ্ধভাবে খতমে নবুওয়তের কাজ করবো এবং চাঁদপুর জেলাকে কাদিয়ানী বিরোধী আন্দোলনের দূর্গ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

মাওলানা আনোয়ারুল করীমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী মহাসচিব মুফতী কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহ-প্রচার সম্পাদক মাওলানা মুমিনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা লিয়াকত হুসাইন, মাওলানা ত্বহা খান, মাওলানা নুরুল আমিন জিহাদি, মাওলানা ইদ্রিস, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা শাহাদাত হুসাইন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মনির হুসাইন, মাওলানা ফারুক আহমাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন অনুষ্ঠিত

জকসুতে সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবিরের ইব্রাহীম খলিল ‎

মাটি পরীক্ষার পর মিলল গ্যাসের অস্তিত্ব, এলাকায় চাঞ্চল্য

বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে চাইছে : খামেনি 

নতুন ব্যাটিং পরামর্শক কোচ নিয়োগ দিল শ্রীলঙ্কা

এনসিপি নেতার সেই মোটরসাইকেল উদ্ধার

মুসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেপ্তার ৩

সুখবর পেলেন বিএনপির ১০ নেতাকর্মী

ইসিতে আপিল শুনানি চলছে

নেতানিয়াহুকে অপহরণের আহ্বান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

১০

বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে নীরবতা ভাঙল ভারতীয় বোর্ড

১১

গ্রিনল্যান্ড ঠিক কী কারণে দরকার, জানালেন ট্রাম্প

১২

‘বেইমান’ আখ্যা পাওয়া ১২ নেতাকে দলে ফেরাল বিএনপি

১৩

ভারত-বাংলাদেশ সম্পর্ক ভাইয়ের মতো, দাবি আশরাফুলের

১৪

রাজধানীতে অনুষ্ঠিত হলো হাফ ম্যারাথন

১৫

থানায় পৌঁছায়নি জব্দ করা ১৬০ কেজি গাঁজা, ২ পুলিশ বরখাস্ত

১৬

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কত

১৭

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

১৮

ঢাকার শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৯

আলেপ্পোর শেখ মাকসুদে তীব্র সংঘর্ষ

২০
X