কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে খতমে নবুওয়তের সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুর জামিয়া এমদাদিয়া জাফরাবাদ মাদ্রাসা মিলনায়তনে খতমে নবুওয়তের সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
চাঁদপুর জামিয়া এমদাদিয়া জাফরাবাদ মাদ্রাসা মিলনায়তনে খতমে নবুওয়তের সম্মেলন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা জাফর আহমাদের সভাপতিত্বে আজ বুধবার সকালে চাঁদপুর জামিয়া এমদাদিয়া জাফরাবাদ মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি আল্লামা জুনাইদ আল হাবিব এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব আল্লামা মুহিউদ্দিন রাব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী।

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আল হাবিব বলেন, কাদিয়ানী সম্প্রদায় স্বাধীনতা বিরোধী রাজাকার। ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যখন মুসলমানদের পক্ষ থেকে জিহাদ ঘোষণা করা হয় তখন মির্জা গোলাম আহমাদ কাদিয়ানী ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম ঘোষণা করে ফতোয়া প্রদান করে। এক সময় ভারতবর্ষ স্বাধীন হয়। এরপর ভারত থেকে পাকিস্তান এবং পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়। কিন্তু কাদিয়ানী সম্প্রদায়ের অপতৎপরতা এবং মিথ্যাচারিতা থেকে এখনো আমরা মুসলমানরা স্বাধীন হতে পারেনি।

প্রধান আলোচক মুহিউদ্দিন রাব্বানী বলেন, খতমে নবুওয়ত সকল ইবাদতের মূল ভিত্তি। খতমে নবুওয়ত হেফাজত থাকলে সকল ইবাদত সংরক্ষিত থাকবে। তাওহীদ, রেসালাত ও আখেরাত নিয়ে তাবলীগের ভাইয়েরা সমাজের প্রতিটা স্তরে দাওয়াতের কাজ করে যাচ্ছেন। তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে; তারা যেনো রাসুলুল্লাহ (সা.) এর খতমে নবুওয়ত এবং কাদিয়ানী সম্প্রদায়ের ভন্ড মিথ্যা নবী দাবিদার গোলাম আহমাদ কাদিয়ানী ও তার দোসরদের অপতৎপরতার মুখোশ উম্মাহ'র সামনে তুলে ধরেন। আমরা তাহাফফুজে খতমে নবুওয়ত একটি অরাজনৈতিক দ্বীনি সংগঠন। সমনে নির্বাচন। সেই নিবাচনে যেই দলই নবী প্রেমিক আপামর তৌহিদী জনতার ভোট নিজেদের পক্ষে পেতে চায়, তারা যেনো নিজেদের নির্বাচনী ইশতেহারে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার ওয়াদা করেন। যারাই এই ওয়াদা দিবে আমরা তাদরকে নির্বাচনে সমর্থন করবো। আর এই কথা দিবালোকের ন্যায় স্পষ্ট, এদেশের নির্বাচনে আলেম উলামা ও তৌহিদী জনতা যেই দলের দিকে সমর্থন দেয় তারাই বিজয়ী হয়।

বিশেষ অতিথি মাওলানা আহমাদ আলী কাসেমী উপস্থিত চাঁদপুর জেলার নেতৃবৃন্দের প্রতি উদাত্ত্ব আহ্বান জানিয়ে বলেন, তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ চাঁদপুর জেলা কমিটি নিজেদের অধীনে থাকা সকল থানা, ইউনিয়ন এবং ওয়ার্ডে যথাযথভাবে আক্বিদায়ে খতমে নবুওয়ত ও রদ্দে কাদিয়ানিয়্যাত শীর্ষক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে চাঁদপুর জেলাকে কাদিয়ানী বিরোধী আন্দোলনের দূর্গ হিসেবে গড়ে তুলুন।

মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী বলেন, কাদিয়ানী সম্প্রদায়ের ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট, তারা এদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ সংখ্যালঘু অন্যান্য ধর্মালম্বীদেরমত নিজেদের ধর্মীয় পরিচয়ে বসবাস করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তারা মুসলমানদের লিবাস ধারণ করে এদেশের সরলমনা মুসলমানদের ঈমান হরণ করবে তা আমরা বরদাশত করতে পারিনা। আজকের সম্মেলন থেকে কাদিয়ানীদের অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা হেফাজত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে মাওলানা জাফর আহমাদ বলেন, আমরা কেন্দ্রের ঘোষিত সকল কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করে ঐক্যবদ্ধভাবে খতমে নবুওয়তের কাজ করবো এবং চাঁদপুর জেলাকে কাদিয়ানী বিরোধী আন্দোলনের দূর্গ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

মাওলানা আনোয়ারুল করীমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী মহাসচিব মুফতী কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহ-প্রচার সম্পাদক মাওলানা মুমিনুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা লিয়াকত হুসাইন, মাওলানা ত্বহা খান, মাওলানা নুরুল আমিন জিহাদি, মাওলানা ইদ্রিস, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা শাহাদাত হুসাইন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মনির হুসাইন, মাওলানা ফারুক আহমাদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল থেকে সুখবর পেলেন বিএনপির ১০ নেতা

অ্যালকালাইন ওয়াটার আসলে কতটা উপকারী

শক্তিশালী পিঠ বানানোর আশা ছেড়েই দিয়েছিলাম : সামান্থা

নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০০ দিনে ক্যাপিটালসে মোস্তাফিজকে ঘিরে অদ্ভুত নাটক

এ ভূমিকম্পের উৎপত্তিস্থলও নরসিংদী

‘সংসদ নির্বাচন হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে’

গৌহাটিতে প্রথম দিন শেষে চাপে প্রোটিয়ারা

ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা, কবে কোথায় আঘাত হানবে

আইরিশদের হোয়াইটওয়াশ করার সন্নিকটে বাংলাদেশ

১০

জাহেলি যুগ আর ফিরে আসবে না : ধর্ম উপদেষ্টা

১১

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার

১২

সংবিধানই বিচার বিভাগের বৈধতার বাতিঘর : প্রধান বিচারপতি

১৩

জীবাশ্ম জ্বালানি নিয়ে সিদ্ধান্তের টানাপোড়েনে শেষ হলো কপ সম্মেলন

১৪

ফের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

১৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

১৬

রেকর্ডে মোড়া দুই দিনের অ্যাশেজ নাটক

১৭

সেন্টমার্টিনে জেলের জালে ধরা পড়ল ৩২ কেজির পোপা মাছ

১৮

শিক্ষার মান উন্নয়নে তারেক রহমানের পরিকল্পনা রয়েছে : শ্রাবণ

১৯

মাহিকে রিজেক্ট করেছিলেন জায়েদ খান

২০
X