কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

হাদির হত্যাকাণ্ড নিয়ে ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান হাবিবের

রাজধানীর গোপীবাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভায় কথা বলেন হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা
রাজধানীর গোপীবাগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভায় কথা বলেন হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিংবা দলের শীর্ষ নেতাদের নিয়ে কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার করা না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের গুরুত্বপূর্ণ নেতা জননেতা মির্জা আব্বাস শুধু ঢাকা-৮ আসনের প্রার্থী নন, তার নেতৃত্বে লাখো নেতাকর্মী তৈরি হয়েছে। তাকে ঘিরে কোনো চক্রান্ত হলে তা বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

হাবিব বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের অহংকার। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী আত্মত্যাগ করেছেন, রাজপথ রঞ্জিত হয়েছে রক্তে। ২০২৪-এর জুলাই ও আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে হাবিবুর রশিদ হাবিব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই নতুন বাংলাদেশের শুভ সূচনা হবে। তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করেনঅ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এসে নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন এটাই দলের প্রত্যাশা।

নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য গণতন্ত্র, ভোটাধিকার, মৌলিক অধিকার ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব অধিকার নিশ্চিত না হলে স্বাধীনতার পূর্ণতা আসে না।

তিনি দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, বাংলাদেশ আমাদের অহংকার, আমাদের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের স্বপ্নের দেশ।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, তার নেতৃত্ব ও আদর্শ অনুসরণ করেই বিএনপি দেশ গঠনের পথে এগিয়ে যেতে চায়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা ১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি, ঢাকা- ৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-৭ আসনের মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, ঢাকা-৫ আসনের মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু, মনির চেয়ারম্যান, মোশাররফ হোসেন খোকন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের শতকে কিউইদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লড়াই

যুবদল নেতার ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা

হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের প্রতিক্রিয়া

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ২৪ ঘণ্টার আলটিমেটাম

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

সৌদিতে বিরল তুষারপাত, উৎসবে বাসিন্দারা

হাদির পরিবার আজ থেকে ঢাবি পরিবারেরই অংশ : উপাচার্য

নওগাঁয় আ.লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

খুলনা মহানগরীর ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিতে

ছেলেদের ৬ বিষয় যা মেয়েদের কাছে গুরুত্বপূর্ণ

১০

অন্তর্ভুক্তির ৩ বছর পেরোলেও ভর্তি কার্যক্রম শুরু করতে পারেনি যবিপ্রবি

১১

পেঁয়াজের চারা বিক্রির ধুম

১২

ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৩

গাড়ি ভাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৪

বিশ্বকাপ দলে কেন জায়গা হয়নি গিলের, জানাল অধিনায়ক-নির্বাচক

১৫

পরিবর্তিত রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়বে বিএনপি : রবিউল আলম

১৬

রাষ্ট্রীয় শোক শেষে শিল্পকলায় ফিরছে সাংস্কৃতিক কর্মসূচি

১৭

হাদির হত্যাকাণ্ড নিয়ে ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান হাবিবের

১৮

‘হাদি ভাই, আমাদের রেখে একা কোথায় চলে যাচ্ছো...’

১৯

‘ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে’

২০
X