কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চব্বিশের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি : ফখরুল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তার নেতৃত্বে ২০২৬ সালের নির্বাচনেও আমরা জয়ী হবো বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে পৌঁছের পর স্বাগত বক্তব্যে এ কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, তারেক রহমান দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন। আমাদের গণতন্ত্রের লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। অবশেষে আমরা চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে সেই ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি। সেই নেতা দীর্ঘ নির্যাতন নিপীড়নের পর নির্বাসিত থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন।

তিনি বলেন, গণতন্ত্র উত্তরণের সবচেয়ে কঠিন সময়গুলো তারেক রহমানের নেতৃত্বে পার করেছি। আজকে আমাদের জন্য আনন্দের দিন। অন্যদিকে বেগম খালেদা জিয়া হাসপাতালে রয়েছে। আজকে আমরা একদিকে আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আরও দোয়া করব ছাব্বিশের নির্বাচনে আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে বিজয়ী হয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি, আইনে শাসনকে প্রতিষ্ঠা করতে পারি।

এদিন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন তারেক রহমান। তার সঙ্গে বিএনপি ও জোটসঙ্গীরা উপস্থিত ছিলেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।

এ সময় তারেক রহমান বলেন, আমরা দেখেছি আমাদের তরুণরা ২০২৪-এর আগস্টে এ দেশের স্বাধীনতাকে রক্ষা করতে কীভাবে আন্দোলন করেছে। ১৯৭১-এ যারা শহীদ হয়েছেন, ২০২৪-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে হলে তাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ি ও সমতলের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান- সবাই বসবাস করে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নারী, পুরুষ কিংবা শিশু- যেই হোক না কেন, ঘর থেকে বেরিয়ে নিরাপদে ফিরে আসতে পারে।

তরুণ প্রজন্মই ভবিষ্যতে দেশ গড়ে তুলবে উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশ নির্মাণের ওপর গুরুত্বারোপ করতে হবে। বক্তব্যে তিনি পরপর তিনবার বলেন, আমরা দেশের শান্তি চাই।

এর আগে, বেলা ১১টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণ করে। সেখানে দলের শীর্ষ নেতারা তাকে বরণ করে নেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে তিনি খালি পায়ে দেশের মাটি স্পর্শ করে একমুঠো মাটি হাতে নেন। এরপর লাল-সবুজ রঙের একটি বিশেষ বাসে চড়ে গণসংবর্ধনার মঞ্চ ৩০০ ফিটের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পথে পথে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। অপেক্ষমান নেতাকর্মী ও সাধারণ মানুষও তাকে স্বাগত জানান।

তারেক রহমানের আগমন উপলক্ষে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি সাজানো হয়েছে। জুবাইদা রহমান ও জাইমা রহমান ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। বর্তমানে তারেক রহমান ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের পথে রয়েছেন। মঞ্চে ভাষণ শেষ হওয়ার পর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। একই দিন রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজ সেই ‘কোপা শামছুর’ লাশ উদ্ধার 

ইউক্রেনের আরও বিশাল এলাকা দখলে নিল রাশিয়া

মাত্র ৩০ আসনে এনসিপি জামায়াতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী

‘কারিনা কাপুর আমার স্ত্রী ছিলেন’, দাবি ‘মুফতি’ কাভির

মারা গেলেন ফিলিস্তিনি নির্মাতা মোহাম্মদ বাকরি

মালিকানা বদলের পর ১ কোটি ১০ লাখ টাকা কী পাবেন নাঈম?

আতাউর রহমান বিক্রমপুরীকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য মিথ্যা : কারা কর্তৃপক্ষ

পুরুষদের হরমোন ভারসাম্যহীনতার প্রাথমিক ৫ লক্ষণ

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনায় নজর থাকবে : জামায়াত আমির

বন্দিদের মুক্তির নামে প্রতারণা, জনগণকে সতর্ক থাকার আহ্বান

১০

নবী (সা.)-এর ন্যায়পরায়ণতায় দেশ পরিচালনা করব : তারেক রহমান

১১

তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো : আখতার

১২

এলডিপির দায়িত্বে চাঁদপুরের বিল্লাল হোসেন

১৩

১২ কেন্দ্রে হবে জবির বিজ্ঞান অনুষদের পরীক্ষা, আসনপ্রতি লড়বে ৮৫ জন

১৪

অবশেষে হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান

১৫

তারেক রহমানকে নিয়ে বান্নাহর আবেগঘন পোস্ট

১৬

ক্রেতা ও ডেভেলপারদের মিলনমেলায় পরিণত রিহ্যাব ফেয়ার

১৭

ময়মনসিংহে ভোটের গাড়ির মনোজ্ঞ পরিবেশনা

১৮

হাতিয়ার সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় মামলা

১৯

নাহিদের পোস্ট / তারেক রহমানের দেশে ফেরা, গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন

২০
X