রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রকামী বিশ্বকে ধন্যবাদ দুদুর

জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোটের অধিকার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোটের অধিকার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ায় গণতন্ত্রকামী বিশ্বকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোটের অধিকার দাবিতে ‘আমার দেশ আমার অধিকার’ আয়োজিত এক মানববন্ধনে এ ধন্যবাদ জানান তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, আমরা গণতন্ত্রকামী বিশ্বকে ধন্যবাদ জানাই, তারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা ইউরোপ, আমেরিকা, কানাডাকে ধন্যবাদ জানাই- তারা বাংলাদেশের মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্রের বিপক্ষে দাঁড়ায়নি, এ দেশের মানুষের ভোটার অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। যেমন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের জায়গা দিয়েছিল। সে সময় তারা গণতন্ত্রের পক্ষ নিয়েছিল। বর্তমানে ভারত যে অবস্থানেই থাকুক না কেন, সে সময় তারা গণতন্ত্রের পক্ষে ছিল। সেজন্য তাদের ধন্যবাদ জানাই।

তিনি বলেন, যে দেশের জন্য মানুষ মুক্তিযুদ্ধ করেছে, এক সাগর রক্ত দিয়েছে- সেই দেশে ৫২ বছর পরে এসে মানুষকে ভোটের অধিকারের কথা বলতে হচ্ছে। তার নিজের ভোট দিতে পারছে না। মানুষ তার পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে বিজয়ী করার ক্ষমতা রাখে না। আর তাই মানুষ রাস্তায় নেমেছে- লড়াই কর‌ছে, আন্দোলন করছে, এই সরকারের পদত্যাগ দাবি করছে।

বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী হতাশ হয়ে যুক্তরাষ্ট্রে বসে বলছেন- তার ছেলের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান যদি নিয়ে নেয়- তাতেও কিছু যায় আসে না। এটা কেমন প্রধানমন্ত্রী? তিনি কীভাবে বাংলাদেশকে রক্ষা করবেন? অন্য কোনো সভ্য দেশে এ রকম পরিস্থিতি হলে সাথে সাথে পদত্যাগ করতেন।

দুদু বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি কখনো নির্বাচনে হারেনি- তিনি হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে এ সরকার বন্দি করে রাখবে, আর বড় বড় কথা বলবে- এটা দেশের জনগণ মানবে না। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে তাকে দেশে আসার সুযোগ করে দিতে হবে।

তিনি বলেন, তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকে গণতন্ত্রের পক্ষে লড়াই করছেন। এখন দেশের মানুষ বিশ্বাস করে- এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশের মানুষ এবং দেশের সকল বিরোধী দল এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একটি সত্য ব্যাপার হলো- অতি দ্রুত অবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি।

সংগঠনের সভাপতি শেখ সাখাওয়াত তানজিনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের গণি চৌধুরী, সাবেক মহিলা এমপি নুর আফরোজ জ্যোতি, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১০

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১১

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১২

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৩

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৪

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৫

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৬

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৭

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৮

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

১৯

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

২০
X