কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৭ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রকামী বিশ্বকে ধন্যবাদ দুদুর

জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোটের অধিকার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোটের অধিকার দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি : কালবেলা

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়ায় গণতন্ত্রকামী বিশ্বকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ রোববার (২৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোটের অধিকার দাবিতে ‘আমার দেশ আমার অধিকার’ আয়োজিত এক মানববন্ধনে এ ধন্যবাদ জানান তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, আমরা গণতন্ত্রকামী বিশ্বকে ধন্যবাদ জানাই, তারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা ইউরোপ, আমেরিকা, কানাডাকে ধন্যবাদ জানাই- তারা বাংলাদেশের মানবাধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। তারা গণতন্ত্রের বিপক্ষে দাঁড়ায়নি, এ দেশের মানুষের ভোটার অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। যেমন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের জায়গা দিয়েছিল। সে সময় তারা গণতন্ত্রের পক্ষ নিয়েছিল। বর্তমানে ভারত যে অবস্থানেই থাকুক না কেন, সে সময় তারা গণতন্ত্রের পক্ষে ছিল। সেজন্য তাদের ধন্যবাদ জানাই।

তিনি বলেন, যে দেশের জন্য মানুষ মুক্তিযুদ্ধ করেছে, এক সাগর রক্ত দিয়েছে- সেই দেশে ৫২ বছর পরে এসে মানুষকে ভোটের অধিকারের কথা বলতে হচ্ছে। তার নিজের ভোট দিতে পারছে না। মানুষ তার পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে বিজয়ী করার ক্ষমতা রাখে না। আর তাই মানুষ রাস্তায় নেমেছে- লড়াই কর‌ছে, আন্দোলন করছে, এই সরকারের পদত্যাগ দাবি করছে।

বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী হতাশ হয়ে যুক্তরাষ্ট্রে বসে বলছেন- তার ছেলের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান যদি নিয়ে নেয়- তাতেও কিছু যায় আসে না। এটা কেমন প্রধানমন্ত্রী? তিনি কীভাবে বাংলাদেশকে রক্ষা করবেন? অন্য কোনো সভ্য দেশে এ রকম পরিস্থিতি হলে সাথে সাথে পদত্যাগ করতেন।

দুদু বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি কখনো নির্বাচনে হারেনি- তিনি হলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে এ সরকার বন্দি করে রাখবে, আর বড় বড় কথা বলবে- এটা দেশের জনগণ মানবে না। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার করে তাকে দেশে আসার সুযোগ করে দিতে হবে।

তিনি বলেন, তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকে গণতন্ত্রের পক্ষে লড়াই করছেন। এখন দেশের মানুষ বিশ্বাস করে- এই সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। বাংলাদেশের মানুষ এবং দেশের সকল বিরোধী দল এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একটি সত্য ব্যাপার হলো- অতি দ্রুত অবস্থা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করি।

সংগঠনের সভাপতি শেখ সাখাওয়াত তানজিনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের গণি চৌধুরী, সাবেক মহিলা এমপি নুর আফরোজ জ্যোতি, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার কবর জিয়ারত জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন

মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে সালাহউদ্দিন আহমদের বার্তা

ট্রাম্পকেও পতনের মুখে পড়তে হবে : হুঁশিয়ারি খামেনির

গুলির মুখে বুক পেতে দিচ্ছেন ইরানিরা, রক্তে লাল রাজপথ

সীমান্ত থেকে নয় রাউন্ড গুলিসহ দুই শুটারগান জব্দ

খালেদা জিয়ার ত্যাগের প্রতিদান হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা : ইশরাক

হাদিসহ সারা দেশে সংঘটিত টার্গেট কিলিংয়ের প্রতিবাদে মানববন্ধন

রমেক হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ নারীর মৃত্যু

গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় নির্বাচনে ১১ দল বিজয়ী হবে : রাশেদ প্রধান

১০

তামিমকে নিয়ে বিসিবি কর্মকর্তার মন্তব্যে ক্রিকেটাঙ্গনে তীব্র ক্ষোভ

১১

স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

১২

তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

আকিজ বশির কেবলস্-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

১৪

শনিবার যেসব জেলায় দীর্ঘ সময় থাকবে না বিদ্যুৎ

১৫

মুসাব্বির হত্যাকাণ্ডের নতুন সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে

১৬

সফলতার নেপথ্যে : উচ্চ-দক্ষতাসম্পন্ন মানুষের ১০টি মূলমন্ত্র

১৭

তামিমকে লক্ষ্য করে বিসিবির সেই পরিচালকের নতুন পোস্ট

১৮

ভেনেজুয়েলায় তেল ছাড়াও রয়েছে বিপুল স্বর্ণ ও খনিজ ভাণ্ডার

১৯

ভিন্নরূপে শহিদ কাপুর

২০
X