কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

এই শাসকগোষ্ঠীকে যুদ্ধ করে নামাতে হবে : ইশরাক

সোমবার ধোলাইখালে খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে কথা বলেন ইশরাক হোসেন। ছবি : কালবেলা
সোমবার ধোলাইখালে খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে কথা বলেন ইশরাক হোসেন। ছবি : কালবেলা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বর্তমান শাসকদল নিজেদের রাজপরিবার ভাবছেন। ব্যাংকগুলো নিজেদের সম্পদ মনে করে খালি করে দিচ্ছেন। দেশটাকে ফোকলা বানিয়ে দিচ্ছেন। লুট করে দেশের মানুষকে অভাবে রেখে বিদেশে টাকা পাচার করছেন। তিনি বলেন, এদের বিরুদ্ধে যুদ্ধ করে নামাতে হবে। এরা কখনও আপোষে আসেনি, আসবেও না। এর জন্য গড়ে তুলতে হবে দূর্বার আন্দোলন। আর এ জন্য রাজনীতি ঢাকা থেকেই এ সরকারের পতন যাত্রা শুরু হবে। আর আন্দোলনে সরকারের সকল অন্যায় অবিচার চূর্ণবিচূর্ণ হয়ে যাবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ধোলাইখালে খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেয়। ধোলাইখাল চৌরাস্তায় এ সমাবেশ হওয়ার কথা থাকলেও এর পরিধি রায়ের শাহ বাজার, টিপু সুলতান রোড, এবং লক্ষ্মীবাজার পর্যন্ত বিস্তৃতি হয়ে পড়ে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর ভাতিজা কোটায় অবৈধভাবে মেয়র হয়ে নগরবাসীর দিকে তাপসের কোনো নজর নেই। প্রতিদিন ১৪ তেকে ১৮ জন মারা যাচ্ছে সেদিকে তার দৃষ্টি নেই। দৃষ্টি বিএনপির দিকে। তিনি বলেন, মির্জা ফখরুলকে ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। আরে আপনি নিজেইতো অবৈধ। ঢুকতে দেওয়ার আপনি কে? দেশ কি আপনার পৈতৃক সম্পত্তি?

তিনি বলেন, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সরকারকে দেওয়া আল্টিমেটামের ২৪ ঘণ্টা অতিবাহিত হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ভূমিকা দেখছি না। আজকে শুধু খালেদা জিয়া বন্দি নয়, বন্দি দেশের গণতন্ত্র, বন্দি দেশের জনগণ।

ইশরাক বলেন, আজ বিএনপি নেতা মজনু, রবিনসহ লাখো নেতাকর্মী বন্দি। আপনারা হতাশ হবেন না। সময় এসেছে কেরানীগঞ্জের কারাগার ভেঙ্গেই আপনাদের মুক্ত করার।

ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহ-স্বেচ্চাসেবক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কাজী আবুল বাসার, রওনকুল ইসলাম টিটু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, অর্পণা রায়,ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক : সিইসি

চুয়াডাঙ্গায় বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে 

ব্যায়ামের জন্য কখন ইলেক্ট্রোলাইট দরকার, কখন নয়

বিদেশি লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেন এই টাইগার ক্রিকেটার

গণঅভ্যুত্থানে শহীদ ৮ জনের পরিচয় শনাক্ত

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা

স্কুলের গাছ কাটা নিয়ে আড়াই ঘণ্টা সংঘর্ষ, আহত ২০

শীতে হাত-পা ঠান্ডা হওয়া কি চিন্তার কারণ

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই : হাসনাত

১০

চমকে দিলেন তাহসানপত্নী রোজা

১১

নদী অববাহিকায় ঘন কুয়াশা, নৌযান চলাচলে সতর্কবার্তা

১২

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু

১৩

মুস্তাফিজকে না পেয়ে ‘গড়পড়তা’ মানের ক্রিকেটারে নজর কলকাতার

১৪

শীতে কাঁপছে দেশ, শৈত্যপ্রবাহ বইছে যেসব জেলায় 

১৫

বাবাকে তুলে নেওয়ার ঘটনায় মাদুরোপুত্রের হুংকার

১৬

হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু : নাসীরুদ্দীন

১৭

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রলারের ২০ যাত্রী

১৮

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান আ.লীগ নেতার

১৯

এই ফেব্রুয়ারিতে প্রতিটি দিন চারবার, জানুন কারণ

২০
X