কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:১১ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জিএম কাদের

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন জি এম কাদের। ছবি: সংগৃহীত
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন জি এম কাদের। ছবি: সংগৃহীত

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টির প্রতিনিধি দল। জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন সরকার এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে কথা হয় জাপার প্রতিনিধি দলের সঙ্গে।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে বৈঠক শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। সব দলের অংশগ্রহণে এ নির্বাচন না হলে দেশে সহিংসতার আশঙ্কা রয়েছে।

সভায় জাতীয় পার্টির প্রতিনিধি দলে আরও ছিলেন— জাপার সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য রানা মো. সোহেল, জাপা চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা, জাপার সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।

প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে জিএম কাদের সাংবাদিকদের বলেন, ‘ওনারা বলছেন, ইনক্লুসিভ নির্বাচন হলে ভালো হয়। শেষ পর্যন্ত সবার অংশগ্রহণে যেন নির্বাচন সুন্দরভাবে আয়োজন করা যায়, এ বিষয়গুলো নিয়ে তারা আমাদের কাছে মতামত জানতে চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এখনো আছে। বাংলাদেশের অন্যতম দল বিএনপি বলছে নির্বাচন করবে না, আন্দোলন করবে। এখানে সহিংসতা হতে পারে, নানা ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। এগুলো নিয়ে শঙ্কার বিষয় আছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘তারা নির্বাচনের বিষয়ে খুঁটিনাটি জানতে চেয়েছে। আমরাও তাঁদের বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। এর আগে আমাদের দেশে নির্বাচনে কী ধরনের অসুবিধা হয়েছে, সেগুলো নিয়ে তারা নানা প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা কী হবে সে প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা এখনো অবস্থা পর্যবেক্ষণ করছি। নির্বাচনে যাব না, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে আমরা সামনে অবস্থা দেখে ব্যবস্থা নেব। দলীয় ফোরামে এটা নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে, সামনে আবারও আলাপ আলোচনা হবে।’

সরকারের পক্ষ থেকে নির্বাচনকালীন সরকারে অংশ নেওয়ার প্রস্তাব এলে জাপার ভূমিকা কী হবে জানতে চাইলে জিএম কাদের বলেন, ‘সরকারের পক্ষ থেকে যদি গ্রহণযোগ্য কোনো প্রস্তাব আসে, তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি। সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রস্তাব পাইনি।’

জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে। মার্কিন প্রতিনিধি দলকেও সে কথা জানিয়েছেন জিএম কাদের। এ ব্যাপারে তিনি বলেন, ‘নির্বাচন পদ্ধতি সংস্কারের লক্ষ্যে এটি একটি ভালো উপায় হতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিন পর পরিচয় মিলল নদ থেকে উদ্ধার মরদেহের

২০২৬ বিশ্বকাপ : আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা নিশ্চিত যাদের

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি আখতার হোসেনের

শরীরে দুর্গন্ধ? জেনে নিন কারণ, ঝুঁকি ও প্রতিকার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে চরম শায়েস্তার হুঁশিয়ারি ইরানের

ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের অপেক্ষা ঘুচবে কবে?

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭, হারালেন ৭ জন

চীন ও বাংলাদেশকে নজরে রাখতে ভারতের নতুন পদক্ষেপ

অন্তঃসত্ত্বা নারীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ফিল্ড ফ্যাসিলিটেটর পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক

১০

মুক্তি পেল ‘রঙবাজার’-এর ট্রেলার

১১

স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার কারণ জানালেন ডিবি প্রধান

১২

কেয়া পায়েল-খায়রুল বাসারকে ঘিরে জল্পনা

১৩

মেমোরি চিপের সংকটে দেশে স্মার্টফোনের দাম ১০-২৫ শতাংশ বেড়েছে 

১৪

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত

১৫

পল্লবীতে শহীদ মিরাজ ও শুভর পরিবারের পাশে আমিনুল হক

১৬

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ, শতাধিক কর্মকর্তাকে হত্যা

১৭

‘হলফনামা ঠিকমতো যাচাই হলে শেখ হাসিনার প্রার্থিতা বাতিল হতো’

১৮

গোল্ডেন গ্লোবসের মনোনয়ন ঘোষণা

১৯

গণভোটের ব্যাপক প্রচারণা চালাতে নানা পদক্ষেপ ইসির

২০
X