সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:১১ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে যা বললেন জিএম কাদের

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন জি এম কাদের। ছবি: সংগৃহীত
মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন জি এম কাদের। ছবি: সংগৃহীত

মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টির প্রতিনিধি দল। জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন সরকার এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে কথা হয় জাপার প্রতিনিধি দলের সঙ্গে।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে বৈঠক শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। সব দলের অংশগ্রহণে এ নির্বাচন না হলে দেশে সহিংসতার আশঙ্কা রয়েছে।

সভায় জাতীয় পার্টির প্রতিনিধি দলে আরও ছিলেন— জাপার সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য রানা মো. সোহেল, জাপা চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা, জাপার সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান।

প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে জিএম কাদের সাংবাদিকদের বলেন, ‘ওনারা বলছেন, ইনক্লুসিভ নির্বাচন হলে ভালো হয়। শেষ পর্যন্ত সবার অংশগ্রহণে যেন নির্বাচন সুন্দরভাবে আয়োজন করা যায়, এ বিষয়গুলো নিয়ে তারা আমাদের কাছে মতামত জানতে চেয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এখনো আছে। বাংলাদেশের অন্যতম দল বিএনপি বলছে নির্বাচন করবে না, আন্দোলন করবে। এখানে সহিংসতা হতে পারে, নানা ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। এগুলো নিয়ে শঙ্কার বিষয় আছে।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘তারা নির্বাচনের বিষয়ে খুঁটিনাটি জানতে চেয়েছে। আমরাও তাঁদের বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। এর আগে আমাদের দেশে নির্বাচনে কী ধরনের অসুবিধা হয়েছে, সেগুলো নিয়ে তারা নানা প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা কী হবে সে প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা এখনো অবস্থা পর্যবেক্ষণ করছি। নির্বাচনে যাব না, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে আমরা সামনে অবস্থা দেখে ব্যবস্থা নেব। দলীয় ফোরামে এটা নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে, সামনে আবারও আলাপ আলোচনা হবে।’

সরকারের পক্ষ থেকে নির্বাচনকালীন সরকারে অংশ নেওয়ার প্রস্তাব এলে জাপার ভূমিকা কী হবে জানতে চাইলে জিএম কাদের বলেন, ‘সরকারের পক্ষ থেকে যদি গ্রহণযোগ্য কোনো প্রস্তাব আসে, তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি। সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রস্তাব পাইনি।’

জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে। মার্কিন প্রতিনিধি দলকেও সে কথা জানিয়েছেন জিএম কাদের। এ ব্যাপারে তিনি বলেন, ‘নির্বাচন পদ্ধতি সংস্কারের লক্ষ্যে এটি একটি ভালো উপায় হতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এজবাস্টনে পরিসংখ্যানেই লেখা ভারতের রেকর্ডের গল্প

কনটেন্ট ক্রিয়েটরদের দুঃসংবাদ দিল ইউটিউব

দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

টেক্সাসে ভয়াবহ বন্যার সর্বশেষ অবস্থা

‘তোমার লাল টুকটুকে জুলাই বেচো না!’

ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা

গাজীপুরে আগুনে পুড়ল ১৬ দোকান

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আবারও ভোলায় ধর্ষণকাণ্ড, অভিযোগ বিএনপির ২ কর্মীর বিরুদ্ধে

কাঁদতে কাঁদতে মুম্বাই ছাড়লেন নোরা

১০

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখে উচ্ছ্বসিত নতুন প্রজন্ম

১১

বসার ভঙ্গিই বলে দেবে আপনি মানুষ হিসেবে কেমন

১২

প্রেমিকার বিয়ে ভাঙতে গিয়ে গণধোলাই খেলেন প্রেমিক

১৩

মেটার একজন এআই প্রকৌশলীর এত আয়!

১৪

ব্রিকস সম্মেলনে গর্জে উঠল ইরান, জানাল প্রাণহানির সংখ্যা

১৫

পুলিশের গ্রেপ্তার অভিযানের ১ ঘণ্টা পর মিলল যুবদল নেতার লাশ

১৬

ফ্রিজের ভেতর টয়লেট টিস্যু রাখার উপকারিতা জানলে অবাক হবেন

১৭

আন্দোলনে লাল ব্যাচ ধারণ নিয়ে ২ দাবি

১৮

ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

১৯

গোখরা সাপকে পোষ মানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

২০
X