কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব : রিজভী

জিয়াউর রহমানের ৪৩তম শাহদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
জিয়াউর রহমানের ৪৩তম শাহদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বর্তমান প্রধানমন্ত্রীকে অবৈধ অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাতের ভোট দিনে করতে বললেই অবৈধ প্রধানমন্ত্রীর মাথা উঁচু হয়ে যায়।’

আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ঢাকা বার মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (ঢাকা বার) আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। অ্যাডভোকেট ফারুক আহমেদ ফারুকির পরিচালনায় অনুষ্ঠানে আরও অংশ নেন মো. বোরহান উদ্দিন, মো. খোরশেদ আলম, মো. মহসিন মিয়া, মো. গোলাম মোস্তফা খান, মো. ইকবাল হোসেন, মো. মকবুল হোসেন ফকির, মো. আব্দুল্লাহ মাহমুদ হাসান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন জসিম, মো. আজিজুল ইসলাম খান বাচ্চু, মো. হোসেন আলী খান ও হাসান মো. হযরত আলী।

রিজভী বলেন, ‘এ দেশের সব জনগণ কৃষক, শ্রমিক, ছাত্র, পেশাজীবীরা রাজপথে নামছে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য। আপনি শেখ হাসিনা বলেছেন, বিদেশিদের কথায় আপনি মাথানত করবেন না। যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনগণ রাস্তায় নামবে, তখন আপনি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাদের রুখে দেবেন—এই জন্য মাথা উঁচু করে থাকবেন।’

‘যদি সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের কথা বলা হয়, রাতের ভোট দিনে করতে বলা হয়, তাহলে আপনি তাদের কাছে মাথানত করবেন না। আপনি শেখ হাসিনা জনগণের ক্ষমতা লুট করেছেন, তাদের অধিকার লুট করেছেন। আর এই বিষয়ে কেউ কথা বললে আপনি তাদের কাছে মাথানত করবেন না।’

তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সত্য কথা প্রতিষ্ঠা করেছিলেন। কিছুদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের নেত্রী কথা দিয়েছেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন।’ কিন্তু শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই হবে না। ওবায়দুল কাদের কি ভুলে গেছেন ২০১৮ সালের নির্বাচনের কথা? সেই নির্বাচনের আগে ওবায়দুল কাদের বলেছিলেন, আমাদের নেত্রী সুষ্ঠু নির্বাচন করবেন। ওই নির্বাচন আমরা দেখেছি, ওই নির্বাচনকে বলা হয় মিডনাইট নির্বাচন।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের আগে তিনি বলেছিলেন, আমাদের নেত্রী সুষ্ঠু নির্বাচন করবেন। আমরা দেখেছি, সেই নির্বাচনে তারা একচেটিয়া নির্বাচন করেছে। অনেক বড় বড় দল সে নির্বাচনে অংশগ্রহণ করেনি। তারপরে বললেন, আমরা একটা মধ্যবতী নির্বাচন করব। তার পরে পাঁচ বছর চলে গেল। তার পরে ২০১৮ সালে মধ্যরাতে নির্বাচন করল।’

তিনি বলেন, “১৯৮৬ সালে শেখ হাসিনা বলেছিলেন, ‘যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে, তারা জাতীয় বেইমান’। ২৪ ঘণ্টা যেতে না যেতেই তিনি জাতীয় বেইমান হলেন। এরশাদের সঙ্গে নির্বাচনে গেলেন। জনগণের প্রতি শেখ হাসিনার অঙ্গীকারের কোনো নিশ্চয়তা নেই। এটা দেশবাসী দেখেছে। অপরদিকে জিয়াউর রহমানের কথা ও কাজ দেশনেত্রী খালেদা জিয়ার কথা ও কাজ সঠিক প্রমাণিত হয়েছে। এটাও দেশবাসী দেখেছি। যারা দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষে, তারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, এ দেশের স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে।”

প্রধানমন্ত্রীর অধীনে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয় মন্তব্য করে রিজভী বলেন, ‘কার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, শেখ হাসিনার অধীনে? আপনাদের মনে নেই, ২০০৪ সালে শেখ হাসিনা আন্দোলন শুরু করেছিলেন কীসের জন্য? জাস্টিস কে এম হাসান, উনি একসময় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ছিলেন কয়েক মাসের জন্য, তাই তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না—এটা নিয়ে শেখ হাসিনা আন্দোলন শুরু করলেন। কিন্তু আপনি শেখ হাসিনা ৪৫ বছর ধরে আওয়ামী লীগের সভাপতি, তাহলে আপনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কীভাবে? কয়েক মাসের জন্য যিনি বিএনপির একটি সম্পাদক পদে ছিলেন তার অধীনে যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে আপনি শেখ হাসিনা ভোট ডাকাতি করেছেন, নিশিরাতে ভোট করেছেন তাহলে কীভাবে ওবায়দুল কাদের গ্যারান্টি দেয় আপনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে? কোনোদিন এটি সম্ভব নয়।’

রিজভী বলেন, ‘আজ সবাই ঐকমত্য যে, শেখ হাসিনার অধীনে অবাধ-সুষ্ঠু নির্বাচন হবে না। শেখ হাসিনা প্রমাণ করেছেন, তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তার অধীনে দিনের ভোট রাতে হয়। সে জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। একটি চূড়ান্ত আঘাত হানতে হবে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য, শেখ হাসিনা সরকারের পতনের জন্য। সেটির জন্য আইনজীবীদের বিশাল ভূমিকা পালন করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাম্বুরা ফল কারা খেতে পারবেন না, জানালেন চিকিৎসক

যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন : সালাহউদ্দিন

সন্তানকে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া কি জায়েজ

৩১ দফার আলোকে হবে রাষ্ট্র গঠন : অমিত

খালেদা জিয়াকে দেখতে ফিরোজায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

১০

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

১১

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

১২

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

১৩

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

১৪

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১৫

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১৬

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১৭

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১৮

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১৯

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

২০
X