কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০২:৫৩ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন সফলের বিকল্প নেই : ১২ দলীয় জোট

রাজধানীর একটি রেস্তোরাঁয় জোটের নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর একটি রেস্তোরাঁয় জোটের নেতারা। ছবি : কালবেলা

আগামী ২৮ অক্টোবর বিএনপি ঘোষিত মহাসমাবেশের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১২দলীয় জোটের মহাসমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ১২দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ১২দলীয় জোটের সমন্বয়ক এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগ (বি এম এল) এর চেয়ারম্যান এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)এর সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, ইসলামিক ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন, বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব বাংলাদেশ এলডিপির ভাইস চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, সিনিয়র যুগ্ম মহাসচিব আবুল বাশার, বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন প্রমুখ।

সভায় আসন্ন ২৮ অক্টোবরের মহাসমাবেশকে শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য জোটের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। বক্তারা সরকারের রহস্যময় মতিগতির প্রতি সচেতন দৃষ্টি রাখা ও সার্বিক সতর্কতা অবলম্বনের পরামর্শ প্রদান করেন।

বক্তারা বলেন, ২৮ অক্টোবর একটি ঐতিহাসিক নিষ্ঠুরতার দিন। ওই দিনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী লগি-বৈঠা দিয়ে বেশ কয়েকজন মানুষকে প্রকাশ্য রাজপথে পিটিয়ে হত্যা করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুমকি দিয়েছেন বিএনপির সমাবেশকে হেফাজতের ওপর চালানো নিষ্ঠুরতম দমন-পীড়নের চাইতে বেশি কঠোরভাবে দমন করা হবে। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন ওই দিন বিরোধী দলকে রাজপথে দাঁড়াতেই দেওয়া হরে না। ২৮ তারিখ বিএনপিকে ১০ ডিসেম্বরের মতো পরিণতির হুমকি দেয়া হয়েছে। এমন দমন-পীড়নের হুমকির মধ্যে জনগণকে অটল মনোবল নিয়ে স্বৈরাচার সরকার পতনের একদফা আন্দোলনে জয়লাভ করে গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম সফল করতে হবে।

জনগণ ২৮ তারিখ থেকে দেশে আরেকটি উনসত্তুরের মতো গণঅভ্যুত্থান, আরেকটি নব্বইয়ের মতো গণঅভ্যুত্থানের সূচনা ঘটাবে। সরকারকে শান্তিপূর্ণভাবে বিদায় নিয়ে দেশকে সংঘাতমুক্ত এবং নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত যত খেলা

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

১০

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

১১

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

১২

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

১৩

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

১৪

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১৫

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসী

১৬

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১৭

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৮

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৯

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

২০
X