বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিতব্য যোগদান অনুষ্ঠান অনিবার্য কারণ বশত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
দুপুরে বিএনপির একটি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
বিএনপির অসমর্থিত একটি সূত্র বলছে, বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ও জাতীয় পার্টির কয়েকজন নেতার যোগদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেওয়ার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কিন্তু উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
তবে কারা বিএনপিতে যোগদান করছেন, তা নিয়ে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করছেন বিএনপি নেতারা। এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ।
মন্তব্য করুন