অবিলম্বে সরকারের পদত্যাগ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে বিএনপির মহাসমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। তবে গতরাতেই নয়াপল্টনে ও আশপাশের এলাকায় দলটির অসংখ্য নেতাকর্মী জমায়েত হন। আজ শনিবার সকাল থেকেই ঢাকা মহানগর ও আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন। এরই মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক নেতাকর্মীতে প্রায় পরিপূর্ণ হয়ে গেছে। নয়াপল্টনের চারপাশে শুধু মানুষ আর মানুষ। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত গোটা মহাসমাবেশ এলাকা। বিশেষ করে আগামী নির্বাচনে যেসব নেতা ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী তাদের নিজ নিজ আসনের নেতাকর্মীরা মহাসমাবেশে ব্যাপক শোডাউন দিচ্ছেন।
এখনো খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহাসমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আশেপাশের জেলাগুলো থেকেও হাজার হাজার নেতাকর্মী মহাসমাবেশে উপস্থিত আছেন। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাস, মৎস্যজীবী দল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে যোগ দিচ্ছেন।
মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনে বিএনপির সংসদ সদস্য মনোনয়নপ্রত্যাশী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমরানুল হক চাকলাদারের পক্ষে সহস্রাধিক নেতাকর্মী বিএনপির মহাসমাবেশে যোগ দিয়েছেন। তারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
প্রায় ৩ হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন দিয়ে বিএনপির মহাসমাবেশে যোগ দিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের ধানের শীষের এমপি মনোনয়নপ্রত্যাশী ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক দফা দাবিতে আজকে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। সেই লক্ষ্যে চাঁদপুর-২ আসনের সর্বস্তরের মানুষকে নিয়ে মহাসমাবেশে যোগ দিয়েছেন। আগামী দিনে বিএনপির সব কর্মসূচিতে আমরা অতীতের মতোই মাঠে থাকব।
বিএনপির মহাসমাবেশ পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে যোগ দেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে ধানের শীষের এমপি মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম (সিআইপি)। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে একদফা দাবিতে বিএনপি রাজপথে আছে। আজকে দেশের সাধারণ জনগণও বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। সুতরাং আমরা দাবি আদায় না করে ফিরে যাব না। সেইসঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির এমপি মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির উপদেষ্টা প্রকৌশলী মো. আমিরুল মোমিন বাবলুর পক্ষে ৫ শতাধিক নেতাকর্মী আজকের মহাসমাবেশে উপস্থিত আছেন।
একইভাবে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের পক্ষে ২ হাজারের মতো নেতাকর্মী বিএনপির আজকের মহাসমাবেশে যোগ দিয়েছেন। তারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলা-উপজেলার সিনিয়র নেতারা যার যার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের নিয়ে বিএনপির মহাসমাবেশে যোগ দিয়েছেন।
এদিকে কাকরাইলের নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল-আরামবাগ এলাকা পর্যন্ত এই সড়কে সকল যান চলাচল বন্ধ রয়েছে। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন