প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩টায় গুলশান-২ এর একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার ওসি বি এম ফরমান আলী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, ২০২২ সালের ১৭ নভেম্বর হওয়া একটি বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন তিনি। সেই মামলায় আলতাফকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার অধিকতর তদন্তের স্বার্থে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। তার গ্রেপ্তারের পেছনে অন্য কোনো কারণ নেই।
সম্প্রতি ব্যবসায়ী আলতাফের নাম আলোচনায় আসে। কারণ তার বাসায় একটি নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেসময় সেখানে বিএনপির বেশ কয়েকজন নেতা ও সরকারের একজন মন্ত্রীও অংশ নেন।
মন্তব্য করুন