সরকার পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিরোধী দলগুলোর চলমান অবরোধ কর্মসূচি সফলে রাজধানীর তোপখানা রোডে বিক্ষোভ মিছিল করেছে যুগপৎ আন্দোলনের শরিক জোট গণতন্ত্র মঞ্চ।
দেশব্যাপী টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এই মিছিল শুরু হয়।
মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে এলে পুলিশের সঙ্গে তাদের কিছুটা ধস্তাধস্তি হয়। পরে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এতে অংশ নেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
এর আগে গত রোববার যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি পালন করে বিএনপি ও শরিকরা। ওই হরতাল সফলেও সেদিন রাজধানীতে মিছিল করে গণতন্ত্র মঞ্চ।
মন্তব্য করুন