বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক বলেছেন, অবরোধ-হরতাল জনগণের অধিকার আদায়ে গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি। পৃথিবীর নানা দেশে স্বাধীনতাকামী ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে মহান নেতারা এই কর্মসূচি পালন করেছেন। কিন্তু যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ঘোষিত হরতাল-অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। অথচ চলমান এই অবরোধ শান্তিপূর্ণ, জনসম্পৃক্ত ও একদফা দাবি আদায়ের কর্মসূচি।
বুধবার (১ নভেম্বর) দিবাগত রাতে এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন তারা। বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক দল বাংলাদেশ ন্যাপ।
বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় বলেন, গত ২৮ অক্টোবর থেকে বিএনপির যুগপৎ কর্মসূচিকে ঘিরে অনেক অপপ্রচার এবং সংঘাত-সংঘর্ষের ঘটনায় ক্রমেই পরিষ্কার হচ্ছে- কারা এগুলোর সাথে জড়িত। আন্তর্জাতিকভাবেও বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে ঘিরে সহিংসতার জন্য সরকারের লোকেরা দায়ী বলে সুস্পষ্ট অভিমত ব্যক্ত হয়েছে। সুতরাং আজ হঠাৎ করে নাশকতার হুজুগ তুলে সরকার কী মাস্টারপ্ল্যান তৈরি করছে- তা নিয়ে জনমনে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। পরিকল্পিত কোনো ঘটনা ঘটিয়ে বিরোধী দলের ওপর তার দায় চাপানোর কোনো চক্রান্ত করা হচ্ছে কিনা- সেটিও জনমনে গভীর শঙ্কা তৈরি করেছে।
তারা আরও বলেন, বিএনপির যুগপৎভাবে ঘোষিত অবরোধ শান্তিপূর্ণ, জনসম্পৃক্ত ও একদফা দাবি আদায়ের কর্মসূচি। অশুভ পরিকল্পনা গ্রহণ করে জনগণের দাবিকে আটকিয়ে রাখা যাবে না। সরকার ও তাদের বিভিন্ন সংস্থা কর্তৃক নাশকতার আশঙ্কা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে জনগণ মনে করে।
মন্তব্য করুন