কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১০:০৫ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বিভিন্ন জায়গায় জামায়াতের বিক্ষোভ মিছিল

রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা
রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। ছবি : কালবেলা

নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এবং জামায়াতসহ বিরোধী দলের শান্তিপূর্ণ মহাসমাবেশে বাধাদান, উপর্যুপরি হামলা, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে ১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা ৩ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধের কেন্দ্র ঘোষিত কর্মসূচির সমর্থনে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী।

মিরপুরে বিক্ষোভ

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগরী উত্তরের মিরপুর-কাফরুল জোনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। বিক্ষোভ মিছিলটি ৬০ ফিট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউরোসায়েন্স হাসপাতাল রোডে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কর্মপরিষদ সদস্য এস এ টুটুল, মজলিশে শূরার সদস্য অধ্যাপক আনোয়ারুল করিম, আব্দুল আউয়াল আজম, আব্দুল মতিন খান ও অ্যাডভোকেট আব্দুল হামিদ, জামায়াত নেতা রেজাউল করিম, আহসান হাবীব, আবু নকীব, অ্যাডভোকেট আব্দুর রাকিব, আতিক হসান, মুসআব মুহায়মিন, তরুণ ও আব্দুল হালিম, ছাত্রনেতা আসাদুজ্জামান, রিদওয়ান এবং মওদুদ আহমদ প্রমুখ।

তেজগাঁও লেভেল ক্রসিংয়ে জামায়াতের অবরোধ

হাতিরঝিল-তেজগাঁও অঞ্চলের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টায় তেজগাঁওয়ে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে জামায়াতের কর্মীরা। জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য আমিনুল ইসলাম, জিল্লুর রহমান, নোমান আহমেদি, এম আব্দুল্লাহ, আলাউদ্দিন, ছাত্রনেতা নাজিমুদ্দিন ও ফজলুর রহমান প্রমুখ।

পল্লবীতে অবরোধ

টানা অবরোধের তৃতীয় দিনে আজ সকালে মিরপুর ১১নং-এ অবরোধ কর্মসূচি পালন করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কর্মসূচি পালনে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মো. নাসির উদ্দীন। উপস্থিত ছিলেন পল্লবী দক্ষিণ থানা আমীর আশরাফুল আলম, রূপনগর থানা আমির আবু হানিফ, পল্লবী মধ্য থানা আমির আবুল কালাম পাঠান, যুব বিভাগ ঢাকা মহানগরী উত্তরের সাংগঠনিক সম্পাদক মো. হাসানুল বান্না চপল, রূপনগর থানা সেক্রেটারি মো. মোশাররফ হোসেন, পল্লবী মধ্য থানা সেক্রেটারি জোবায়ের হোসাইন রাজন ও পল্লবী উত্তর থানা সেক্রেটারি মহিউদ্দীন প্রমুখ

উত্তরা হাউজ বিল্ডিংয়ে অবরোধ

ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে হাউজ বিল্ডি এলাকায় অবরোধ কর্মসূচিতে অংশ নেন জামায়াতের নেতাকর্মীরা। কর্মসূচি পালনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মুহিব্বুল্লাহ। উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলমসহ অন্যান্য নেতা।

মোহাম্মদপুর অঞ্চল

মোহাম্মদপুর অঞ্চলের উদ্যোগে আজ এক বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোহাম্মদপুর পূর্ব থানা আমির ও ঢাকা মহানগরী উত্তরের শুরা সদস্য মোহাম্মদ মশিউর রহমানের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত মোহাম্মদপুর মধ্য থানা আমির মশিউর রহমান, ঢাকা মহানগরী পশ্চিম শিবির সভাপতি আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদপুর পূর্ব থানা সেক্রেটারি আনিসুর রহমান ও মোহাম্মদপুর পূর্ব শিবির সভাপতি জোবায়ের সহ থানার বিভিন্ন পর্যায়ের জামায়াত ও শিবিরের নেতারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি মোহাম্মদপুর অঞ্চলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও অবরোধ করে।

আদবর থানা

অবরোধ সফল করার জন্য আদাবর থানায় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। জনগণকে চলমান অবরোধ পালনের আহ্বান জানিয়ে মিছিল শেষ করা হয়।

রাজধানীর গুলশানে অবরোধ

রাজধানীর গুলশান লিংক রোডে অবরোধ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনানী থানা আমির আবু ফয়সল খান, গুলশান পশ্চিমের আমির মাহমুদুর রহমান, গুলশান পূর্বের আমির আবু জুনায়েদসহ গুলশান ও বনানীর থানা, ওয়ার্ড এবং ইসলামী ছাত্রশিবিরসহ সাধারণ ছাত্রজনতা। অবরোধ শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

যে কারণে এশিয়া কাপ দলে সোহান-সাইফ, জানালেন প্রধান নির্বাচক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

ভারতে মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন থালাপতি বিজয়

‘নির্বাচনে কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার-ভিডিপি’

কারাগারে গোয়েন্দা সংস্থার ভুয়া সদস্য আটক

মেহেদী হত্যা মামলায় কারাগারে আনিসুল-মেনন 

১৯ মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

‘যারা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তারা বোকার স্বর্গে বাস করে’

১০

চোখ পিটপিট বেশি করে ছেলেরা নাকি মেয়েরা? 

১১

এশিয়া কাপের আগে ভারত শিবিরে আরও দুঃসংবাদ

১২

সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির পাইন্না সাপ

১৩

অজ্ঞাত একাধিক দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে ইরান

১৪

আকিজ বশির গ্রুপে চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

১৫

দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা তুঙ্গে

১৬

৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

১৭

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি

১৮

রিমান্ডের পর হাসপাতালে ভর্তি সাবেক প্রেসিডেন্ট

১৯

জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে : ইলিয়াসপত্নী লুনা

২০
X