মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হতাহত করা, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ও খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একদফা দাবিতে অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর খিলগাঁওয়ে সড়কে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সোমবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির শংকরে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নেতারা এ সময় সড়ক অবরোধের চেষ্টা করেন। এতে অংশ নেন কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সহসভাপতি রফিকুল ইসলাম, সরদার মো. নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, জেড আই কামাল, সহসাধারণ সম্পাদক মকশেদুর রহমান আবির, সহসাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান আসাদ, ফয়সাল হাসমী দীপু, মোহাম্মদ টিটু, ফয়সাল আহমেদ পলাশ প্রমুখ।
মন্তব্য করুন