সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপি আহূত দ্বিতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল।
সোমবার (৬ নভেম্বর) খুলনা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমনের নেতৃত্বে সংগঠনের নেতারা নগরীর শান্তিধাম মোড় থেকে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন-খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সহপ্রচার সম্পাদক নাসিম আহমেদ ইমন, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মুজাহিদুল ইসলাম টনি, সাবেক ছাত্রনেতা বাকের, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি তামজীদ আহমেদ মিশু, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, সায়েম, আজিজুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমাইন রাসেল, বেল্লাল সরদার, নোমান, খোরশেদ প্রমুখ।
মন্তব্য করুন