বিএনপির ডাকা সারাদেশে চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিন সোমবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর শ্যামলী-শিশুমেলা সড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক পথ অবরোধ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।
মিছিলটি শিশু মেলা থেকে শুরু হয়ে বেতার কেন্দ্রের সামনে সড়ক পথ অবরোধের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক নেতা রামপাল, বর্তমান সহসভাপতি মো. আরিফুল হক, মো. জামিল হোসেন ও মাহবুব মিয়া, যুগ্ম সম্পাদক হাসান আল আরিফ, হাফিজুর রহমান লিটন, ইডেন মহিলা কলেজের আহবায়ক রেহেনা আক্তার শিরিন, সাবেক ছাত্রদল কর্মী তানিয়া আক্তার, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, মওদুদ আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক আখতার হোসেন দুলাল, কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিঙ্কু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আব্দুল মমিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক মাসুদুর রহমান মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আব্দুল জলিল আমিনুল, গণেশ চন্দ্র রায় সাহস, মাহমুদুল ইসলাম কাজল, আ হ ম খোকন, শোভন আহমেদ, মোহাম্মদ তামি, আতিক মোরশেদ, ঢাকা কলেজ ছাত্রদলের মাহমুদুল হাসান রায়হান, মহানগর উত্তর ছাত্রদলের মো. জুবায়ের হোসেন, ইসলাম ফাহাদ, আব্দুল খালেক বিশ্বাস, ফিরোজ আলম বাদল, সাইদ লিটু, তৌসিফ মাহবুব, তেজগাঁও কলেজ ছাত্রদলের মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম রানা, শরিফুল ইসলাম মুসা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের রোহান আহমেদ রবিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শাওন আহমেদ, হাতিরঝিল থানা ছাত্রদলের রিপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের অলি আহমেদ,জহিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের রিফাত চৌধুরী, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শাহানুর, শাহবাগ থানা ছাত্রদলের কবির আহমেদ, শ্যামপুর থানা ছাত্রদলের এনামুল, হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের মোঃ আশিকুর রহমান, ওয়াসিম আকরাম প্রমুখ।
মন্তব্য করুন