একদফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিনে আজ সোমবার (১৩ নভেম্বর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
অবরোধ সমর্থনে বিকেল ৩টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে অগ্রসর হয়। তবে বিএনপি কার্যালয়ের সামনে ও আশপাশে পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থাকায় মিছিলটি শান্তিনগর বাজারে প্রবেশের পর বটতলা মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় কিছু সময়ের জন্য তারা সড়কে অবস্থান করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মারুফ এলাহী (রনি) এবং শ্যামল মালুমের নেতৃত্বে মিছিলে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, আমান উল্লাহ আমান, তারেক হাসান মামুন, নূরে আলম ভূঁইয়া ইমন, সহসাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সাধারণ সম্পাদক বিএম কাওসার, সহসভাপতি তানভীর আজাদী, দপ্তর সম্পাদক মো. সাকীব বিশ্বাস, জসিম উদ্দীন হলের সিনিয়র সহসভাপতি আবিদুল ইসলাম খান আবিদ, প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) তানভীর বারী হামীম, ঢাকা উত্তরের সাবেক সদস্য সচিব সজিব রায়হান, ঢাকা কলেজ ছাত্রদলের শাহাবউদ্দিন ইমন, রাসেল, দেওয়ান নিয়ন, নাদিম খান, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আবদুল হামিদ, সহসাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন বিশাল, সহসম্পাদক স্বাধীন আহমেদ, তিতুমীর হক শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মো. জাকির হাসান নাঈম, সহসাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী সায়েম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রবিউল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সদস্য সাইফ সজীব, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আবেদীন, কর্মী তোফাজ্জল হোসেন প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন