কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সমঝোতা ছাড়াই তপশিল দেশকে আরও বিপদে ফেলবে : ইউট্যাব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই কোনো ধরনের সমঝোতা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বালাদেশ (ইউট্যাব)।

সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. মোশের্দ হাসান খান আজ বুধবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে সে বিষয়টি এখনও সুরাহা হয়নি। কেননা দীর্ঘদিন ধরে দেশের প্রধান বিরোধীদল বিএনপিসহ অন্যান্য দলগুলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। শুধু তাই নয়, এই দাবিতে বিগত কয়েক বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রামও করছে তারা। একইসঙ্গে বাংলাদেশের জনগণের পক্ষ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিচ্ছেন। ইতোমধ্যে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপের জন্য আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহাকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এতোকিছুর পরও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করেই তপশিল ঘোষণা অত্যন্ত উদ্বেগের বিষয়। তাছাড়া দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপিসহ অন্য দলগুলোর সঙ্গে কোনো ধরনের সংলাপ বা সমঝোতা করা হয়নি।

নেতৃদ্বয় বলেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক তপশিল ঘোষণা প্রমাণ করে তারা সরকারের তল্পিবাহক। ইসির ঘাড়ে বন্দুক রেখে সরকার তড়িঘড়ি করে আবারও একতরফা নির্বাচন করতেই একতরফা তপশিল ঘোষণা করিয়েছে। কেননা দেশের প্রধান বিরোধী দল বিএনপির শীর্ষ নেতাদেরকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি রাখা হয়েছে। অসংখ্য নেতাকর্মী মিথ্যা গায়েবি মামলায় ঘর-বাড়ি ছাড়া। তাহলে কাকে নিয়ে নির্বাচন করা হবে? এহেন অবস্থায় একতরফা তপশিল ঘোষণা দেশকে নিশ্চিত সংঘাতের দিকেই ধাবিত করবে এবং বিপদে ফেলবে।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, আমরা মনে করি বাংলাদেশে কোনোভাবেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তথা লেভেল প্লেয়িং ফিল্ড নেই। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সব দলের জন্য সমান সুযোগ থাকতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই নিশ্চয়তা থাকতে হবে। কিন্তু অবস্থাদৃষ্টে এটা প্রমাণিত হয় যে, ক্ষমতাসীন সরকার দেশের জনগণের দাবি ও বিরোধী দলের দাবি এবং গণতান্ত্রিক বিশ্বের পরামর্শ উপেক্ষা করতে ফের একতরফা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছে। কিন্তু এটা করতে গিয়ে সরকার প্রকারান্তরে মারাত্মক ভুল পথে হাঁটছে।

তারা ইসির উদ্দেশ্যে আরও বলেন, আমরা আহ্বান জানাই, জনগণের মনের কথা বুঝার চেষ্টা করুন। জনগণ সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় চায় না। একতরফা নির্বাচন দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া কোনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না। সরকারের মনোবাসনা পূরণে একতরফা নির্বাচনের তপশিল ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করুন। সাংবিধানিক পদে থেকে আপনারা জনগণের মতামতকে উপেক্ষা করে দেশকে আরও বিপর্যয়ের দিকে পতিত করবেন না। প্রয়োজনে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করে দেশকে রক্ষা করুন। সঙ্কট থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন।

তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রকৃত অর্থে স্বয়ংক্রিয় ও কার্যকর করা যায়নি। ফলে নির্বাচনকালীন সরকার একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। সেই পরিপ্রেক্ষিতে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে ১৯৯৬ সালে দেশে সার্বজনীন রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিলো। যার সুফলও জাতি পেয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার দেশের সার্বজনীন সমর্থিত এই ব্যবস্থাকে আদালতের কাঁধে বন্দুক রেখে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হত্যা করেছে।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, বিরোধী দলের অবরোধ ঠেকাতে আওয়ামী লীগ সহিংস ভাষায় কথা বলছে। সরকার দলীয় লোকজন জায়গায় জায়গায় মহড়া দিয়ে দেশে আতঙ্ক সৃষ্টি করছে। ক্ষমতাসীনদের সীমাহীন ক্ষমতা লিপ্সার কারণে দেশ আজ অচল হয়ে পড়েছে। দেশের অর্থনীতির চাকা থমকে গেছে। সরকার নিজেদের স্বার্থে ১৭ বার সংবিধান সংশোধন করেছে। জনগণের বিরুদ্ধে গিয়ে সরকারকে পদত্যাগ করে অবিলম্বে তপশিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১০

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১১

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১২

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৩

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৪

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৫

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৬

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৭

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৮

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

১৯

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

২০
X