সরকার পতনের এক দফা দাবি ও দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফল করতে রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানার নেতৃত্বে মশাল মিছিলটি রামপুরা আবুল হোটেলের সামনে থেকে শুরু হয়ে রামপুরা কাঁচাবাজার সামনে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হামিদ নিরব, রিমন, সাবেক সহসাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম আরিফ, রামপুরা থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল, বনানী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ সাবেক যুগ্ম আহ্বায়ক বনানী, আরিফ বিল্লাহ, ইমন, নাসির তন্ময়, হাফিজ, জুয়েল, রাহুল, আরিফ, জসিম প্রমুখ।
এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগের দাবি ও হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য করুন