বাংলাদেশ জামায়াতে ইসলামীর সপ্তম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তর শাখা।
দলের নিবন্ধন মামলায় রায় ও একতরফা তপশিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমিরে জামায়াত ডা.শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে অবরোধ পালন করছেন দলের নেতাকর্মীরা।
সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর শনির আখড়া, রাজধানীর মুগদা বিশ্বরোডে, রাজধানীর ডেমরা, রাজধানীর লালবাগ, পল্লবী, মিরপুর, বাড্ডা, তেজগাঁও, উত্তরা ও আদাবরে মিছিল ও সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান বলেছেন, আওয়ামী সরকারের দীর্ঘ পনেরো বছরের অপশাসন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আজ রাজপথে নেমে এসেছে। এই অবৈধ সরকার তার ক্ষমতার মেয়াদকে দীর্ঘায়িত করতে আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে জনধিকৃত ও প্রহসনের তপশিল ঘোষণা করেছে। ইতোমধ্যেই বাংলাদেশের জনগণ ও সকল বিরোধী রাজনৈতিক শক্তি এই তপশিল প্রত্যাখ্যান করেছে।
তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, অবিলম্বে পদত্যাগ করে নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করুন। অন্যথায় রাজপথের আন্দোলনের মাধ্যমেই আপনাদের পতন নিশ্চিত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
বিভিন্ন স্থানে মিছিলে শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা বলেন, সরকার জামায়াতকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে নির্বাচনী ময়দানকে প্রতিপক্ষমুক্ত করার জন্যই ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে দলের নিবন্ধন বাতিল করেছে। তারা রাজনৈতিক এতিম ও দলছুটদের পদপদবির প্রলোভন দেখিয়ে এবং অর্থের বিনিময়ে কথিত অংশগ্রহণমূলক নির্বাচনের নামে ভানুমতির খেলা শুরু করেছে।
মন্তব্য করুন