সরকারের পদত্যাগের একদফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে সপ্তম ধাপে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
অবরোধের দ্বিতীয় দিনে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে মগবাজার মোড় থেকে সাবেক রমনা থানা অভিমুখে মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক এম এম মুসা, রিয়াদ রহমান, মনজুর আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, সহসাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, জুয়েল হাসান, কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন, জান্নাতুল ফেরদৌস, সাহেদ হাসান, মো. মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসভাপতি রাশেদুজ্জামান তুফান, উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জুয়েল হোসেন, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জামান শিপন, ইয়াকুব হাসান সানি, রেদোয়ান মাহদী জয়, ঢাকা কলেজ ছাত্রদলের রাশেদুল আমিন, রাহাত হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের মো. মোখলেছুর রহমান, মো. সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন আকাশ, হুমায়ুন কবির ওমর, তেজগাঁও কলেজ ছাত্রদলের ওবায়দুল হক সানী, আবদুর রহমান, ছাত্রনেতা জাওয়াদ মুন, তিতুমীর কলেজ ছাত্রদলের শেখ শাহানাজ পারভিন, রবিউল ইসলাম রাহুল, ইডেন কলেজ ছাত্রদলের জান্নাত জাহান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আউয়াল জোয়ার্দার, আল আমিন হোসেন, সাকিব হোসেন হৃদয়, মো. শরিফুল ইসলাম রাজা, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের রাজু হোসাইন, মহানগর উত্তর ছাত্রদলের উর্মী আক্তার ভূঁইয়া, আজিজুল হাকিম শুভ, নাসির উদ্দিন ঢালী, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আব্দুর রহমান জিয়া, মো. আলী আকবর সম্রাট, ঢাকা মহানগর পূর্বের নবাব রাব্বি, ঢাকা মহানগর দক্ষিণের আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন বাবুসহ শতাধিক নেতাকর্মী।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে একদফা দাবি ও তপশিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মন্তব্য করুন