‘একতরফা’ তপশিল বাতিল এবং একদফার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপিসহ বিরোধীদলগুলোর ডাকা দেশব্যাপী চলমান নবম দফার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মৌচাক থেকে মালিবাগ রেলগেইট পর্যন্ত এই মিছিল হয়।
মিছিলে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহসাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চয়ন, গোলাম ফারুক; সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহক্রীড়া সম্পাদক আমানুল্ল্যাহ বিপুল, সহক্ষুদ্র ও কুটিরশিল্প সম্পাদক মাজেদুল ইসলাম রুম্মন, সহবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে এস এম মুসাব্বির সাফি, সহমৎস্য ও পশুপালন সম্পাদক আশরাফুল ফারুকী হীরা, সহপ্রশিক্ষণ সম্পাদক আরাফাত বিল্লাহ খান উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুবদলের কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান সুমন, রবিউল ইসলাম রবি, মোরশেদ আলম, হেদায়েত হোসেন ভূঁইয়া, যুবদল নেতা ফখরুল বিন খালেক, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য রাশেদ আল আমিন শুভ ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা অ্যাডভোকেট এমদাদুল হক ইমরান ছিলেন।
এ সময় মিছিলকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন